IQNA

ইমাম জাওয়াদের দৃষ্টিতে ইমাম মাহদীর আবির্ভাবের সময় অজানা থাকার দর্শন

23:44 - December 04, 2017
সংবাদ: 2604478
ইমাম মাহদী (আ.) অন্তর্ধানে থাকবেন এই বিষয়টি ইমাম জাওয়াদ (আ.) বর্ণনা করার পর বলেন, ইমাম মাহদীর আবির্ভাবের সময় কিয়ামতের মতই অজানা।

ইমাম জাওয়াদের দৃষ্টিতে ইমাম মাহদীর আবির্ভাবের সময় অজানা থাকার দর্শন


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাওয়াদ আরও বলেন, ইমাম মাহদীর আবির্ভাবের সময় অজানা থাকার বহু দর্শন রয়েছে আর যারা তার আবির্ভাবের সময় নির্ধারণ করবে তারা মিথ্যাবাদী।

ইমাম জাওয়াদ(আ.) বলেছেন: ইমাম মাহদীর আবির্ভাবের সময়টি যদি নির্ধারণ করা হত তাহলে অনেকের মনেই হাতাশা চলে আসত। সুতরাং এর পরিবর্তে ইমামগণ বলেছেন, খুব শীঘ্রই তার আবির্ভাব ঘটবে, তিনি তাড়াতাড়ি আসবেন, তিনি অবশ্যই আসবেন এবং গোটা বিশ্ব ন্যয়নীতিতে পরিপূর্ণ করবেন। যাতে মানুষের মনে আশার বাতি জ্বলে ওঠে।

যেভাবে কিয়ামত দিবস সম্পর্কে কোন সময় নির্ধারণ করা হয় নি। তার পরিবর্তে বলা হয়েছ: অচিরেই ঘটবে অবশ্যই ঘটবে। কিয়ামত খুবই নিকটে ইত্যাদি। শাবিস্তান

captcha