IQNA

ইমাম হাসান আসকারীর দৃষ্টিতে শেষ জামানার ফেতনা থেকে মুক্তির উপায়

18:19 - November 26, 2017
সংবাদ: 2604409
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে বহু ফেতনা দেখা দিবে তা থেকে বাচার জন্য তোমাদের ঈমানকে মজবুত কর এবং মুত্তাকী পরহেজগার হও। কেননা তখন এমন পরিস্থিতি হবে যে, মানুষ সকালে ঈমান নিয়ে বের হবে বিকালে কাফের হয়ে ফিরবে। সকালে মু’মিন থাকবে রাতে কাফের হবে। রাতে ঈমান নিয়ে ঘুমাবে সকালে কাফের হয়ে উঠবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের পূর্বে অন্ধকার রাতের মত ফেতনার আবির্ভাব ঘটবে, যার কারণে একজন ব্যক্তি সকালে মুমিন হবে আর বিকালে কাফের হয়ে যাবে।

ইমাম মাহদীর আবির্ভাবের সঠিক সময় আমাদের জানা নেই তবে সর্বদাই তার অপেক্ষায় থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর ইমাম মাহদীকে চেনার মাধ্যমেই আমাদের মুক্তি ও নাজাত রয়েছে।

ইমাম মাহদি (আ.)'র জন্মের পর ইমাম হাসান আসকারি (আ.) মুসলিম সমাজকে ভবিষ্যত নানা প্রতিকূলতা মোকাবেলার জন্য দিক-নির্দেশনা দেন। এ ছাড়াও ইমাম নানা কুপ্রথা ও ভুল চিন্তাধারা সম্পর্কে মুসলমানদের সন্দেহ দূর করেন এবং খাঁটি মুহাম্মাদি ইসলামের চিন্তাধারা তুলে ধরেন।

ইমাম হাসান আসকারি (আ.) জ্ঞান-পিপাসুদেরকে জ্ঞানের স্বচ্ছ ও বাস্তব ঝর্ণাধারায় পরিতৃপ্ত করতেন। জ্ঞানগত বিতর্কে তাঁর যুক্তি ছিল এমন অকাট্য ও মোক্ষম যে ইয়াকুব বিন ইসহাক কিন্দির মত প্রখ্যাত বস্তুবাদী দার্শনিক এই মহান ইমামের সঙ্গে বিতর্কের পর বাস্তবতা বুঝতে সক্ষম হন এবং ধর্মীয় কোনো কোনো বিষয়ের সমালোচনা করে যে বই তিনি লিখেছিলেন তা নিজেই পুড়ে ফেলেন।

ইমাম হাসান আসকারী(আ.) কোমের মহান আলেম ও ফকিহ আলী ইবনে হুসাইন ইবনে বাবুইয়েকে লেখা এক চিঠিতে বলেন: মহান আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দাতা ও দয়ালু, সব প্রশংসা তাঁর জন্য যিনি সারা জাহানের প্রতিপালক। পরকালের মঙ্গল মুত্তাকি বা খোদাভীরুদের জন্য, বেহেশত একত্ববাদীদের জন্য ও দোযখের আগুন কাফির বা মুর্তাদদের জন্য। প্রকাশ্য শত্রুতা ও যুদ্ধ শুধু জালিমদের জন্য। আল্লাহ ছাড়া কোনো উত্তম সৃষ্টিকর্তা নেই। মুহাম্মাদ (সা.) ও তাঁর আহলে বাইতের ওপর দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। শাবিস্তান
captcha