IQNA

কুরআনের ঘটনায় ভূগোল/ ১

আদম ও হাওয়ার জান্নাত কোথায় ছিল?

22:59 - November 16, 2023
সংবাদ: 3474660
তেহরান (ইকনা): আদম (আঃ) হলেন প্রথম নবী যাকে আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং তাকে বেহেশতে রেখেছিলেন। আদমের (আঃ) অবাধ্যতার পর, আল্লাহ তাকে উপরে উল্লিখিত জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে যে প্রশ্নটি উঠে এসেছে এবং গবেষক ও মুফাসসিরদের মনে জায়গা করে নিয়েছে তা হলো, এই জান্নাত কোথায় ছিল এবং এর বৈশিষ্ট্য কী ছিল?

আদম (আঃ) হলেন প্রথম নবী যাকে আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং তাকে বেহেশতে রেখেছিলেন। আদমের (আঃ) অবাধ্যতার পর, আল্লাহ তাকে উপরে উল্লিখিত জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে যে প্রশ্নটি উঠে এসেছে এবং গবেষক ও মুফাসসিরদের মনে জায়গা করে নিয়েছে তা হলো, এই জান্নাত কোথায় ছিল এবং এর বৈশিষ্ট্য কী ছিল?


وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ(بقره: 35)

এবং আমরা (আদমকে) বললাম, ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা স্বচ্ছন্দে (পান) আহার কর, কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না; অন্যথায় তোমরা নিজেদের ক্ষতিগ্রস্ত করবে।’
সূরা বাকারা, আয়াত: ৩৫
আদম (আঃ)  এবং তার স্ত্রী যে জান্নাতে বাস করেছিলেন সে সম্পর্কে মুফাস্সির এবং গবেষকগণ একমত পোষণ করেননি: কোন কোন মুফাসসির এই জান্নাতকে চিরন্তন জান্নাত বলে মনে করেন। আবার কেউ কেউ বলেছে এই জান্নাত এই পৃথিবীতে ছিল।
যারা এই জান্নাতকে পৃথিবীতে বলেছে তাদের কারণ হলো, আল্লাহ যে জান্নাতকে চিরস্থায়ী জান্নাত হিসেবে তৈরি করেছেন, সেখানে শয়তানকে প্রবেশ করতে দেওয়া হয় না। যদিও আল্লাহ কোরআনে আদম ও শয়তানের মধ্যকার কথোপকথনকে স্পষ্টভাবে চিত্রিত করেছেন এবং শয়তানকে এই বলে উদ্ধৃত করেছেন:
« قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَا يَبْلَى ؛ 
) অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল এবং বলল, ‘হে আদম! আমি কি তোমাকে অনন্ত (জীবনপ্রদ) বৃক্ষের পথনির্দেশ করব এবং অক্ষয় রাজত্বের সন্ধান দেব?
সূরা ত্বাহা, আয়াত: ১২০
এই জান্নাতে প্রবেশ চিরন্তন, এবং এতে অবস্থান করাও চিরন্তন।
ইমাম সাদিক (আ.) থেকে বর্ণিত একটি হাদীস অনুসারে, হযরত আদম (আ.) যেই জান্নাতে ছিলেন, সেই জান্নাত ছিল পৃথিবীর বাগানগুলির মধ্যে একটি, যার উপর সূর্য ও চন্দ্র আলোকিত হয়। যদি সেই জান্নাত পরকালের ( অর্থাৎ অনন্ত জান্নাত) হতো; তাহলে তাকে কখনই বহিষ্কার করা হতো না। 
এখন প্রশ্ন জাগে, আদমের (আ.) জান্নাত পৃথিবীর কোন অংশে ছিল? তাওরাত অনুসারে, আদম যে জান্নাতে ছিলেন, সেখানে একটি নদী ছিল এবং সেই নদীর পানি পানযোগ্য ছিল এবং এর থেকে চারটি শাখা প্রবাহিত হয়েছে।
তাওরাত ছাড়াও , এই বিষয়ে আরও কয়েকটি মতামত রয়েছে:
১. . আদমের (আ.) জান্নাত সম্ভবত পবিত্র ভূমি ছিল এবং এই সম্ভাবনাটি এই সূরায় পবিত্র ভূমিতে বনী ইসরাইলদের বসবাসের নির্দেশ হিসাবে উপরোক্ত আয়াতের ব্যাখ্যার সাথে উপযুক্ত। কেননা যখন বনী ইসরাইলরা এই ভূখন্ডে প্রবেশ করেছিল, তখন কোরআনের সাক্ষ্য অনুযায়ী আল্লাহ তাদেরকে বহু নিয়ামত থেকে যা খুশি খেতে আদেশ করেছিলেন।
(স্মরণ কর) যখন আমরা বলেছিলাম, ‘এ জনপদে প্রবেশ কর এবং তার মধ্যে যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে খাও এবং প্রবেশ দ্বারে সিজদাবনত হয়ে মুখে ‘হিত্তা’ (আমাদের গুনাহসমূহকে ঝরিয়ে দাও) বলতে বলতে প্রবেশ কর। আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব এবং আমরা সৎকর্মশীলদের (প্রতিদান বা সওয়াবকে) বৃদ্ধি করে দেব।’ 
সূরা বাকারা, আয়াত: ৫৮
কুদস অর্থাৎ জেরুজালেম হেবরন পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি শহর এবং বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। এই শহরটি ইবরাহিমী ধর্ম অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের জন্য পবিত্র। ফিলিস্তিন এবং ইহুদিবাদী শাসক উভয়েই এই শহরটিকে তাদের রাজধানী হিসাবে বিবেচনা করে।
২. এই গল্পের উপর ভিত্তি করে প্যারাডাইস অফ ইডেন ছিল আদমের বাসস্থান। কিছু গবেষকের মতামত অনুসারে, এটি মেসোপটেমিয়ার উত্তরে ইউফ্রেটিস সমভূমিতে অনু ও হিট শহরের মধ্যে অবস্থিত ছিল এবং কিছু গবেষক এটিকে উর এবং ওরিদ শহরের মধ্যে এবং পারস্য উপসাগরের কাছাকাছি টাইগ্রিস এবং ইউফ্রেটিস এর বর্তমান মিলনস্থল বলে মনে করেন।
দুটি নদীর মাঝখানে একটি ঐতিহাসিক অঞ্চলের নাম যা টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটি নদীর মাঝখানে অবস্থিত এবং এর সীমানা আজ ইরাক, সিরিয়া, তুরস্ক, ইরান এবং কুয়েত দেশে অবস্থিত।

captcha