বর্বর,অসভ্য,অপরাধী এবং মানবতার ভয়ঙ্কর শত্রু ইসরাইলের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে গাযায় তীব্র খাদ্য সংকট, অভাব ও কৃত্রিম দুর্ভিক্ষে অপুষ্টির শিকার হাড্ডি-কংকালসার এ শিশু এবং এর মতো আরও বহু অগণিত গাযাবাসী ফিলিস্তীনী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।ক্ষুধা ও তৃষ্ণা এখন গাযাবাসীদের নিত্য সঙ্গী।তীব্র খাদ্যের অভাবে গাযার অনেক শিশু ও নারী মৃত্যু বরণ করছে।আসলে তাদেরকে ক্ষুধার্ত ও পিপাসার্ত রেখে তিলে তিলে তাদের হত্যা করছে ইসরাইল। গাযার শিশুদের এই অস্বাভাবিক চিত্রই এখন গাযাবাসীদের স্বাভাবিক চিত্র ও অবস্থা!!!
19:58 , 2025 Aug 22