ইকনা- একটি গবেষণা কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনে রাজনীতি, বিনিয়োগ ও ইসরায়েলের স্বার্থের পারস্পরিক সম্পর্কের নতুন দিক উন্মোচিত হয়েছে। এই প্রতিবেদনে প্রকাশ, মার্কিন বিলিয়নিয়ার ও ‘ওরাকল’ কোম্পানির মালিক ল্যারি এলিসন শুধু টিকটকের বৃহৎ অধিগ্রহণ চুক্তির প্রধান বিনিয়োগকারীই নন, বরং তিনি এই প্রকল্পকে তেলআবিবের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
00:01 , 2025 Oct 08