IQNA

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবী;

ইউক্রেনের মারিউপোলের সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার বোমা হামলা

16:16 - March 12, 2022
সংবাদ: 3471554
তেহরান (ইকনা): ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা মারিউপোল শহরের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে। বোমা হামলার সময় মসজিদে কয়েক ডজন বেসামরিক লোক অবস্থান করছিলেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রুশ বাহিনী বন্দর নগরী মারিউপোলের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে। একদল তুর্কি নাগরিকসহ ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু সেখানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
 
শনিবার এ গোলাবর্ষণ কোন পক্ষ থেক চালানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলাটি চালিয়েছে রুশ বাহিনী।
 
এক টুইটে তারা বলেছে, রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলেমান ও হুররেম সুলতান মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে আছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া মারিউপোল থেকে কাউকে বের হতে দিচ্ছে না।
 
তবে, বেসামরিক নাগরিকদের সরাতে ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, বেসামরিক এলাকায় মস্কো গোলাবর্ষণ করেনি।
 
উল্লেখ্য, এক মিনারবিশিষ্ট এই মসজিদটি ২০০৭ সালে এক তুর্কি ব্যবসায়ী ও মারিউপোল শহরের আজারবাইজানি সম্প্রদায়ের অর্থায়নে সুলতান সুলেইমান ও হুররম সুলতানার সম্মানে তৈরি করা হয়। ইস্তাম্বুলে এই মসজিদের একটি প্রোটোটাইপ সংরক্ষিত আছে। সুলতান সুলেইমান ও হুররম সুলতান মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। iqna
 
 
captcha