IQNA

নিরলস যোদ্ধা আহমদ জিব্রিলের ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোকবার্তা

20:43 - July 09, 2021
সংবাদ: 3470285
তেহরান (ইকনা): ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা আহমাদ জিবরিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

এছাাড়ও এই বীর যোদ্ধার মৃত্যুতে প্রেসিডেন্ট হাসান রুহানি, পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ ও নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি’ও পৃথক শোকবানী প্রদান করেন।

ইরানের সর্বোচ্চ নেতা এক শোকবার্তায় জিবরিলকে ‘অকুতোভয় যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি নিজের মাতৃভূমি পুনরুদ্ধার ও নির্যাতিত ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পপ্যুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইনের প্রতিষ্ঠাতা নেতা আহমাদ জিবরিল বুধবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার শোকবার্তায় আহমাদ জিবরিলের পরিবার, আত্মীয়-স্বজন, সকল ফিলিস্তিনি নাগরিক ও প্রতিরোধ সংগ্রামীকে সমবেদনা জানান। তিনি আল্লাহ তায়ালার কাছে এই সংগ্রামী ফিলিস্তিনি নেতার জন্য মাগফেরাত ও জান্নাত কামনা করেন।

ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার শোকবার্তায় আহমাদ জিবরিলকে ‘সাহসী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, “ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কিবলা [আল-আকসা মসজিদ] পুনরুদ্ধার করার লক্ষ্যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ক্লান্তিহীন সংগ্রাম করে গেছেন এই ফিলিস্তিনি যোদ্ধা এবং তিনি এই পথে নিজের সন্তানের জীবন বিসর্জন দিয়েছেন।”

এছাড়া, বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফও আলাদা আলাদা শোকবার্তায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পপ্যুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইনের প্রতিষ্ঠাতা নেতা আহমাদ জিবরিলের মৃত্যুতে গভীরর শোক প্রকাশ করেছেন।  iqna

 

captcha