IQNA

মসজিদে বোমা হামলার দায়ে ভারতের সামরিক কর্মকর্তা গ্রেপ্তার

20:50 - November 18, 2019
সংবাদ: 2609650
আন্তর্জাতিক ডেস্ক: গতসপ্তাহে ভারতের উত্তরপ্রদেশের খুশিনগর এলাকার একটি মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। এই হামলার সাথে জড়িত এক সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উত্তরপ্রদেশে পুলিশের সন্ত্রাস বিরোধী টিম মোহাম্মাদ আশফাক নামের এক কমান্ডকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (১১ই নভেম্বর) উত্তরপ্রদেশের খুশিনগর এলাকার একটি মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। এই হামলার সাথে জড়িত থাকর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোমা বিস্ফোরণের সময় মোহাম্মাদ আশফাক ঘটনাস্থলে উপস্থিত ছিল। বর্তমানে ইসকান্দারাবাদের সরকারি হাসপাতালে আহত অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে।
বলাবাহুল্য, এখনও স্পষ্ট নয় যে, হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, না কি ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সেই সুবাদে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই কেসটির তদন্ত করছেন পারভিন কুমার। তিনি এ ব্যাপারে বলেছেন: এই বোমা বিস্ফোরণের ফলে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন: এ পর্যন্ত তদন্তে সন্ত্রাসীর সাথে জড়িত থাকার ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। তবে প্রধান আসামী হাজি কুতুবউদ্দিনের ব্যাপারে নিখুঁত তদন্ত অব্যাহত রয়েছে। iqna

 

captcha