IQNA

সিরিয়ায় আমেরিকা পরাজিত হয়েছে: তেহরানের জুমার খতিব

16:17 - December 21, 2018
সংবাদ: 2607598
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা প্রমাণ করছে আমেরিকা সেখানে পরাজিত হয়েছে। ইয়েমেনসহ অন্যান্য ক্ষেত্রেও একইভাবে আমেরিকা এবং তাদের মিত্রদের পরাজয় নিশ্চিত। এই মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ ইমামি কাশানি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমেরিকা, সৌদিআরব ও ইসরাইল বিশ্বব্যাপী অনাচার সৃষ্টি করছে যাতে বিশ্ব তাদের পদতলে থাকে। তারা চায় ইরান যেন ফিলিস্তিন, বাহরাইন, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানে তাদের অত্যাচার অনাচার দেখেও চোখ বন্ধ করে রাখে।কিন্তু তা কখনোই হবে না বলে জনাব কাশানি সুস্পষ্টভাবে উল্লেখ করেন।

সাত বছর ধরে সন্ত্রাসীরা সিরিয়া সরকারের পতন ঘটাতে ব্যর্থ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ঘোষণা করেন সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়া হবে।

সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে লড়বার অজুহাত দেখিয়ে আমেরিকা সিরিয়ার অনুমতি ছাড়াই অবৈধভাবে সেদেশে সেনা পাঠিয়েছে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এসেই বলেছিলেন সিরিয়ায় দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সৃষ্টির প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা।

২০১১ সালে ইসরাইলের স্বার্থে সৌদি আরব, আমেরিকা ও তার মিত্রদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সিরিয়ার ওপর আগ্রাসন চালায়। সে সময় সিরিয়া সন্ত্রাসী আগ্রাসন মোকাবেলা করতে ইরান এবং রাশিয়ার সহযোগিতা কামনা করে।

iqna

 

captcha