IQNA

আয়াতুল্লাহ খোনসারি (রহ.) কেন নামাযের পূর্বে ইমাম হুসাইনকে (সা.) সালাম দিতেন?

22:31 - October 24, 2017
সংবাদ: 2604155
রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ৬১ হিজরীতে নিজের ও তার পরিবারবর্গের জীবন উৎসর্গ করে আল্লাহর দ্বীন ও ইসলামকে রক্ষা করেছেন। যদি তিনি সেদিন ইয়াজিদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন তবে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেত।
আয়াতুল্লাহ খোনসারি (রহ.) কেন নামাযের পূর্বে ইমাম হুসাইনকে (সা.) সালাম দিতেন?
বার্তা সংস্থা ইকনা: বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ ও ফিকাহশাস্ত্রবিদ হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আহমাদ খোনসারি (রহ.)। তিনি সমকালীন সময়ে শিয়া বিশ্বের শীর্ষস্থানীয় মনীষী ও মারজায়ে তাকলীদ ছিলেন।
তার জীবন ইতিহাসে উল্লেখ করা হয়েছে যে, তিনি যখনই নামাযের জন্য দাঁড়াতেন, তখন নামায শুরু করার আগে রাসূলের (সা.) নাতি ইমাম হুসাইনের (আ.) উদ্দেশ্যে সালাম পাঠ করতেন এবং ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। যখন তাকে এমন আচরণের কারণ জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলতেন, আজ যে আমি নামায পড়ার সৌভাগ্য অর্জন করেছি কুরআন পাঠ করছি এবং ইসলামের বিধানাবলী মেনে চলছি, এগুলোর পেছনে ইমাম হুসাইনের (আ.) নজিরবিহীন ত্যাগ ও বিসর্জনই প্রধান কারণ। কেননা যদি ইমাম হুসাইন (আ.) ইয়াজিদের চক্রান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন এবং নিজের জীবন বিসর্জন দিয়ে ইসলামকে রক্ষা না করতেন; তবে আজ ইসলামের কিছুই অবশিষ্ট থাকত না। তাই আমি ইমামের এমন অবদানের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের উদ্দেশ্যে নামায শুরু করার আগে তার প্রতি সালাম জ্ঞাপন করি।


captcha