IQNA

কারবালায় নিরাপত্তার জন্য পুলিশ কমান্ডারের বিশেষ নির্দেশ

21:02 - October 24, 2017
সংবাদ: 2604154
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং বেহেস্তের যুবকদের নেতা ইমাম হুসাইন (আ.)এর আরবাইন (চল্লিশা) উপলক্ষে কারবালার পুলিশ কমান্ডার লাখ লাখ জায়েরদের নিরাপত্তা প্রদানের জন্য নিরাপত্তা কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন।
কারবালায় নিরাপত্তার জন্য পুলিশ কমান্ডারের বিশেষ নির্দেশ

বার্তা সংস্থা ইকনা: কারবালার পুলিশ কমান্ডার আহমদ আলী জুইনি কারবালায় প্রবেশের সকল চেকপোস্টে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছে এবং এসকল নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালনের জন্য গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন: আরবাইনে লাখ লাখ জায়েরদের খাদ্যের যেসকল ট্রাক ও ট্রেলার খাদ্যদ্রব্য নিয়ে কারবালায় প্রবেশ করবে সেগুলো ভালোভাবে চেক করে এবং সেগুলোর গুনগত মান পরীক্ষা করার পর শহরের ভিতরে প্রবেশ করতে পারবে।

কারবালার পুলিশ কমান্ডার আরও বলেছেন: জীবিত মুরগী এবং ডিমের গাড়ি শহরের ভিতরে প্রবেশ করার পূর্বে কারবালা প্রদেশের শুরুতে নির্ধারিত পশু চিকিৎসকের অনুমতি নিয়ে শহরের ভিতরে প্রবেশ করতে হবে।

এছাড়াও জীবিত পশুগুলো প্রাসঙ্গিক কেন্দ্র পরীক্ষার মাধ্যমে প্রবেশাধিকার দেয়া হবে এবং পূর্বে থেকে জবাই করা মাংস কারবালায় প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন: নতুন এবং পুরানো বৈদ্যুতিক যন্ত্রপাতি যেগুলোর বিদ্যুৎ খরচ অধিক এবং বৈদ্যুতিক সিস্টেমে ক্ষতিকর প্রভাব বিস্তার করবে সেগুলো কারবালায় প্রবেশ করতে পারবে না। এছাড়াও আরবাইনের সময় সকল প্রকার আগ্নেয় যন্ত্রপাতি প্রবেশ করতে পারবে না।

iqna


captcha