IQNA

আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি;

সমসময়ের দাজ্জালের সাথে যুদ্ধ করে বিজয়ী সিরিয়াবাসী

20:00 - December 16, 2016
সংবাদ: 2602172
আন্তর্জাতিক ডেস্ক: জুমার খতিব এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি তেহরানে জুমার নামাজের খুতবায় বলেছেন, আলেপ্পোয় অত্যাচারী, সুফিয়ানী এবং সমসময়ের দাজ্জালের সাথে যুদ্ধ করে করে সিরিয়াবাসী বিজয়ী হয়েছে।
সমসময়ের দাজ্জালে সাথে যুদ্ধ করে করে বিজয়ী হয়েছে সিরিয়াবাসী

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার সামরিক বাহিনীর প্রতিরোধের ফলে আলেপ্পো থেকে শত্রুরা পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই শত্রুদের হাত থেকে গোটা সিরিয়া মুক্ত হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধারা আলেপ্পো শহর মুক্ত করার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এটি হচ্ছে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও সৌদি শাসকদের ওপর সিরিয়ার সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের বিজয়।

আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা নৃশংসতা চালিয়ে মুসলিম বিশ্বের মূল সমস্যা ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে চায়। এ লক্ষ্যেই সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদেরকে ইহুদিবাদী ইসরাইল সমর্থন দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিরা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। একইসঙ্গে তিনি ইরানি-বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করায় আমেরিকার সমালোচনা করেন।

আয়াতুল্লাহ কাশানি বলেন, এর মাধ্যমে বহুপক্ষীয় পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা। ইরান এ পদক্ষেপের কঠোর জবাব দেবে বলে তিনি জানান।

iqna


captcha