IQNA

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি;

ইরানের সরকার পরিবর্তনে যুদ্ধ করছে আমেরিকা

22:11 - October 14, 2018
সংবাদ: 2606994
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বর্তমান মার্কিন প্রশাসন ইরানের সরকার পরিবর্তনের জন্য তেহরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। কিন্তু ওয়াশিংটনের সব ষড়যন্ত্র ইরান ব্যর্থ করে দেবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্র্ট: তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এর সরকারের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসন যতটা বিদ্বেষপূর্ণ গত ৪০ বছরে এতটা বিদ্বেষী সরকার আমেরিকায় কখনো ছিল না।” তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমেরিকা মনস্তাত্ত্বিক যুদ্ধ দিয়ে শুরু করেছে, তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ এবং তারা ইরানকে অকার্যকর বলে চিহ্নিত করতে চায় এবং তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইরানে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকার ব্যবস্থা পরিবর্তন করা।”

প্রেসিডেন্ট রুহানি বলেন, একটা সময় ছিল যখন একজন ব্যক্তি ইরানের সঙ্গে শত্রুতা করতেন এবং বাকিরা মধ্যমপন্থা অবলম্বন করতেন কিন্তু এখন সব নিকৃষ্ট ব্যক্তিগুলো হোয়াইট হাউজে জড়ো হয়েছে। কিন্তু ইরান আগেও বিভিন্ন ক্ষেত্রে আমেরিকাকে পরাজিত করেছে এবং আবারো ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করবে।

iqna

captcha