IQNA

লিবিয়ার মসজিদে বোম হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব মানবাধিকার সংস্থা

2:43 - February 11, 2018
সংবাদ: 2605020
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৮৬ জন হতাহত হয়েছেন। স্বাধীন আরব মানবাধিকার সংস্থা সন্ত্রাসীদের এধরণের জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে।



বার্তা সংস্থা ইকনা: লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একটি মসজিদে বিস্ফোরণের ব্যাপারে আরব মানবাধিকার সংস্থা সমালোচনা করে এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের এধরণের কার্যক্রম সম্পূর্ণরূপে মানব বিরোধী এবং আন্তর্জাতিক জনসাধারণ ও মানবাধিকার আইনের পরিপন্থী।
এছাড়াও এই বিবৃতিতে আরব মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকটে সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধের আহ্বান জানিয়েছে এবং তাদের সকল প্রকার অর্থনৈতিক, প্রশিক্ষণ ও অস্ত্র সহ অন্যান্য সহায়তা বন্ধ করে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এই সংস্থা গুরুত্বারোপ করেছে, এধরণের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসীরা ইসলাম ধর্মের পবিত্র রূপকে কুশলিত করার চেষ্টা করছে। কিন্তু প্রতিনিয়ত তাদের চেষ্টা ব্যর্থ হচ্ছে।
উল্লেখ্য, ৯ম ফেব্রুয়ারি বেনগাজি শহরের 'সায়াদ ইবনে আবি আব্বাদা' মসজিদে দুটি বোমা বিস্ফোরণের ফলে ২ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন।
এছাড়াও গতকাল ১০ম ফেব্রুয়ারি বেনগাজি শহরের শার্ট শহরের তেসইন অঞ্চলে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ৪ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ পূর্বে বেনগাজি শহরের একটি মসজিদের নিকটে পরপর দুটি বোমা বিস্ফোরণের ফলে ৩৫ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, আরব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একটি স্বাধীন সংস্থা। এই সংস্থাটি আরব ও ইসলামী দেশগুলোর মানবিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে সক্রিয়। ২০০০ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোয়। ১৬টি দেশের এই সংস্থাটির শাখা রয়েছে।
iqna

 

 

 

 

 

 

captcha