IQNA

ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

19:43 - October 14, 2017
সংবাদ: 2604065
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উত্থাপন ও গালিগালাজ করেছেন। ট্রাম্পের ইরান-বিদ্বেষী বক্তব্য প্রচারিত হওয়ার পর রুহানি শুক্রবার রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন।
ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট
বার্তা সংস্থা ইকনা: তিনি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের কিছু উদাহরণ তুলে ধরে বলেন, ইরানের জনগণ কোনো উৎপীড়ক শাসকের খিস্তিখেউড়ের সামনে মাথা নত করার জাতি নয় এবং এদেশের জনগণ কোনো ধরনের হুমকির সামনে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না।

হাসান রুহানি বলেন, ট্রাম্পের বক্তব্য প্রমাণ করছে তিনি নির্বাচনি প্রচারাভিযানের সময় যতটা মনে করেছিলেন পরমাণু সমঝোতা তার চেয়ে বেশি শক্তিশালী। তার বক্তব্য আরো প্রমাণ করেছে, পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে ইরান বিদ্বেষী ভূমিকার ক্ষেত্রে আমেরিকা সম্পূর্ণ একা হয়ে পড়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের এ বক্তব্য প্রমাণ করেছে ঐতিহাসিক বাস্তবতা থেকে আমেরিকা অনেক দূরে রয়েছে। বাস্তবতা থেকে ওয়াশিংটন এত দূরে সরে গেছে যে, সে নিজের ইউরোপীয় মিত্রদের কথা শুনতেও রাজি নয়। তিনি শত্রুর মোকাবিলায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে দাঁড়িয়েছে।

রুহানি বলেন, আইআরজিসি সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে নির্বাচনি প্রচারণার সময় যাদেরকে মার্কিন মদদপুষ্ট বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, মার্কিন সরকার উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, সেই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত আইআরজিসি’কে সন্ত্রাসী তৎপরতার দায়ে অভিযুক্ত করে ট্রাম্প স্ববিরোধী অবস্থান নিয়েছেন।
iqna

captcha