IQNA

ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ; হার্ট অ্যাটাকে মার্কিন ঠিকাদারের মৃত্যু

22:31 - October 20, 2023
সংবাদ: 3474535
গাজা (ইকনা): ইরাক ও সিরিয়ায় আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে আজ (শুক্রবার) সকালের দিকে কয়েকটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল-ওমর অয়েল ফিল্ড ঘাঁটি ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভিক্টোরিয়া সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে।
ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ; হার্ট অ্যাটাকে মার্কিন ঠিকাদারের মৃত্যুফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে মার্কিন সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যখন আমেরিকা-বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে তখন এই বিস্ফোরণ ঘটলো।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-ওমর অয়েল ফিল্ড ঘাঁটিতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, একটি বিস্ফোরণ ঘটেছে ট্রান্সমিশন পাইপলাইনে। মার্কিন সেনা ও কুর্দি গেরিলারা এই তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করে থাকে।
 
বিস্ফোরণের পর মার্কিন সেনা ও কুর্দি গেরিলাদেরকে উচ্চ সতর্কতায় রাখা হয়। এছাড়া, বিস্ফোরণের পরপরই বহু বিমান ও হেলিকপ্টারকে ওই এলাকায় ওড়াউড়ি করতে দেখা যায়। অন্য একটি ক্ষেপণাস্ত্র আল-ওমর তেলক্ষেত্রে আঘাত করে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। 
 
এদিকে, বাগদাদ বিমানবন্দর সংলগ্ন মার্কিন পরিচালিত ভিক্টোরিয়া সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আজ ভোরে ঘাঁটিতে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।
 
এর আগে, গতকাল সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। আল-মায়াদিনের তথ্য অনুসারে, হোমস প্রদেশে অবস্থিত আল-তানফ ঘাঁটি লক্ষ্য করে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
 
অন্যদিকে, পশ্চিম ইরাকের আল-আসাদ বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার সময় হার্ট অ্যাটাকে একজন মার্কিন সামরিক ঠিকাদার মারা গেছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল সাংবাদিকদের একথা জানান।#
 
পার্সটুডে
captcha