IQNA

ফিলিস্তিনিদের প্রতি ইউরোপীয় মুসলিমদের সংহতি

21:01 - October 16, 2023
সংবাদ: 3474512
তেহরান (ইকনা):লিস্তিনের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর মুসলিম প্রতিনিধিদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা ফিলিস্তিন ও গাজার মুসলিমদের সমর্থনে ইউরোপীয় মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার কথা জানান। দি ইউরোপিয়ান মুসলিম ফোরাম (ইএমএফ) আয়োজিত এই সভায় অংশ নেন ৩৬টি দেশের প্রতিনিধিরা। লন্ডনভিত্তিক এই সংস্থা আয়োজিত ভার্চুয়াল সভায় ইসলাম ও আরব বিশ্বের প্রাণকেন্দ্র ফিলিস্তিনের চলমান পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা করা হয়।

এতে অংশ নিয়েছেন মুসলিম উইমেনস কাউন্সিলের সদস্য লরেন বুথ, ফিলিস্তিন প্রেসিডেন্সির ধর্মবিষয়ক উপদেষ্টা মাহমুদ হাব্বাস, গ্রিক মুসলিম অ্যাসোসিয়েশনের সদস্য আন্না এসটামাউ, লিথুয়ানিয়ান সুন্নি মুসলিম ফেইথ সেন্টারের মুফতি রোমাস জাকুবাউসকাস, তুরস্কের সংসদ সদস্য ডোগান বেকিন প্রমুখ। তাঁরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণ্যহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং ইউরোপ ও মুসলিম বিশ্বের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং এই ইস্যুতে পশ্চিমা মিডিয়ার সংবাদ বিকৃতির নিন্দা জানানো হয়।

 

এদিকে গত শনিবার ইউরোপের বড় শহরগুলোতে সমাবেশ ও পদযাত্রার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়।

লন্ডন শহরে ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি সমর্থন নিয়ে স্থানীয় পুলিশের সতর্কতার পরও গতকাল বিশাল শোভাযাত্রা বের করা হয়। একই দিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং যুদ্ধবিরতির দাবিতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মসজিদ প্রাঙ্গণে দ্য ন্যাশনাল উইল প্ল্যাটফরম আয়োজিত গ্রেট প্যালেস্টাইন মার্চ অনুষ্ঠিত হয়। এতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুরস্কের বিভিন্ন জেলার মানুষ অংশ নেয়।

 

সূত্র : আনাদোলু এজেন্সি

captcha