IQNA

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতা তৃতীয় রাত

18:07 - October 22, 2022
সংবাদ: 3472693
তেহরান (ইকনা): মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে ৬২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাতের অনুষ্ঠান ২১শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময় ২০:৩০টায় ৮ জন ক্বারীর মনোমুগ্ধকর তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার আয়োজক কমিটির ঘোষণা করেছে, তৃতীয় রাতের অনুষ্ঠানে মোট ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তৃতীয় রাতে প্রতিযোগীদের কার্যক্রম তুলে ধরা হল:


১। আলজেরিয়া থেকে আব্দুল আজিজ সোহাইম; সূরা ময়েদাহ
২। শ্রীলঙ্কা থেকে মোহাম্মদ রাশাদ; সূরা আলে ইমরানের ১৪ নং আয়াত
৩। থাইল্যান্ডের মিসেস পো আন দার মুতাসিয়া; সূরা মুবারকাহ হুদের ৬১ নম্বর আয়াত।
৪। মিশরের মুহাম্মাদ আলাদিন; সূরা আনয়ামের ১২১ নম্বর আয়াত।
৫। নেদারল্যান্ডস থেকে আখতার নুরানী; সূরা ইউনুসের ৫ নম্বর আয়াত।
৬। ইরাক থেকে রিম আল-সাদি; সূরা আনয়ামের ১৫১ নম্বর আয়াত।
৭। ব্রুনাই থেকে মুহাম্মদ বিন আলী; সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াত।
৮। কানাডা থেকে মোহাম মোজমাল হোসেন; সূরা মুবারাকা আরাফের ৫৪ নম্বর আয়াত।


এছাড়াও, সেন্টারে ৬২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাতে, মালয়েশিয়ায় ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা মোহাম্মদ রেজা আওরায়ী কারিমি এবং কুরানের উপাচার্য এবং মন্ত্রণালয়ের ইতরাত-এর একটি প্রতিনিধি দল কুয়ালালামপুরের কেএলসিসি কনভেনশন সেন্টারে প্রতিযোগিতার হলে উপস্থিত ছিলেন।
4093368

captcha