IQNA

ইরান সম্পর্কে জাপানের বিশেষজ্ঞের বিস্ময় প্রকাশ

17:19 - July 16, 2022
সংবাদ: 3472137
তেহরান (ইকনা): ইরানে ড্রোন প্রযুক্তি ও বৈমানিক বিহীন বিমানের উন্নতিতে WELT টিভি চ্যানেলে জার্মান বিশেষজ্ঞের বিস্ময় প্রকাশ । 

সেই সাথে রাশিয়ায় ইরানী ড্রোনের রপ্তানির খবরে WELT জার্মান টিভি চ্যানেলের উপস্থাপকেরও বিস্ময় । জার্মান বিশেষজ্ঞ : " আমি জানতাম না যে ইরান এতটা উন্নত । আজ সকালে আমি  সংবাদ পেয়েছি যে রাশিয়া ইরানের কাছ থেকে শত শত ড্রোন গ্রহণ করবে। রাশিয়া ও ইরান পরস্পরের মিত্র । তবে আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল যে ইরানীরা কি ড্রোন শিল্পে এতটা উন্নতি ও অগ্রগতি করেছে ?!
হ্যাঁ , ইরানীরা ড্রোন শিল্পে ঠিক এতটাই এগিয়ে আছে এবং আমরা প্রত্যক্ষ করেছি যে যুদ্ধে ড্রোনসমূহের অত্যন্ত কার্যকরী ভূমিকা রয়েছে।
আর ইউক্রেনীরা তুরস্কের আক্রমণকারী ও গোয়েন্দা ড্রোন সাফল্যের সাথে ব্যবহার করছে ।
ইউক্রেনীদের পোল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত কেমিকাতযে জাতীয় ড্রোন দেওয়া হয়েছিল।
যদিও ২০০০সাল থেকে রুশদের ড্রোন নির্মাণ কর্মসূচি রয়েছে । কিন্তু ড্রোনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র , তুরস্ক ও ইসরাইলের মতো উচ্চ মান ও স্ট্যান্ডার্ডের অধিকারী নয় রাশিয়া । অথচ এই ড্রোনসমূহ হামলা ও শনাক্তকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানীদের অত্যন্ত সফল একটি ড্রোন প্রোগ্রাম ( কর্মসূচি ) আছে । আর তারা ( ইরানীরা ) ইতিমধ্যে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে যা আমার পেছনে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
আন্ডারগ্রাউন্ড কারখানায় একজন জেনারেলের নেতৃত্বে বিপ্লবী রক্ষীবাহিনীর তত্ত্বাবধানে এই ড্রোন সমূহ তৈরি করা হয়।
অতীতে হুথি যোদ্ধাদেরকেও ইয়েমেন - সৌদি আরবের যুদ্ধে (ইরানী) ড্রোন দেওয়া হয়েছিলো। সেখানে সৌদি আরবের অভ্যন্তরে তেল শোধনাগার সমূহ এবং অন্যান্য স্থানে বেশ কিছু ড্রোন হামলা চালানো হয়। বলা হয় যে এমনকি মার্কিন সেনাবাহিনীও ইরানের নির্মিত ড্রোন হামলার শিকার হয়েছে। আর এর অর্থ হচ্ছে যে এ সব ইরানী ড্রোন সম্পূর্ণ রূপে ব্যবহারোপযোগী , কার্যকর ও ক্রিয়াশীল ।
আর বাহ্যত: এ কারণেই রুশরা ইরানকে শত শত ড্রোন সরবরাহ করার আবেদন জানিয়েছে এবং তারা ( রুশরা ) চাচ্ছে এ পথে ইউক্রেন যুদ্ধের ভারসাম্যহীনতা প্রশমিত করতে যাতে করে তারা ( রুশরা) ইউক্রেনী (লড়াকু) ইউনিট ও গ্রুপসমূহের বিরুদ্ধে কার্যকর ভাবে লড়তে সক্ষম হয় ।
অনুবাদ:  ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
( রাশিয়া খুব ভালো করে সিরিয়ায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানী ড্রোন সমূহের কার্যকরিতা খুব নিকট থেকে ভালোভাবে প্রত্যক্ষ করেছে এবং রুশরা ইরানী ড্রোনের কার্যকারিতা ও দক্ষতা সম্পর্কে ইউক্রেন যুদ্ধের বহু আগে থেকেই ওয়াকিবহাল। - অনুবাদকের টীকা ও মন্তব্য )

 

captcha