IQNA

হিজবুল্লাহ: ইসরাইল থেক তথ্য সংগ্রহ করে “হাসান” ড্রোন সফলভাবে ফিরে এসেছে

0:02 - February 19, 2022
সংবাদ: 3471451
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের আকাশসীমায় লেবাননের ড্রোনের প্রবেশের বিষয়ে গতকাল লেবাননের ইসলামী আন্দোলন হিজবুল্লাহ একটি বিবৃতি পেশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে: "হাসান" ড্রোনটি ইসরাইলের ৭০ কিলোমিটার গভীরে ৪০ মিনিটের জন্য গোয়েন্দা অভিযান চালিয়েছে। 
লেবাননের হিজবুল্লাহ বিবৃতিতে গুরুত্বারোপ করে বলেছে: "ড্রোনটি দখলকৃত অঞ্চল থেকে লেবাননে নিরাপদে ফিরে এসেছে। শত্রুরা শত চেষ্টা করেও ড্রোনটির কোন ক্ষতি করতে পারেনি।
ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিবৃতিটি নীচে তুলে ধরা হল: 
بسم الله الرحمن الرحيم
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ:
আমাদের ওপর বিশ্বাসীদের সাহায্য করা আবশ্যক কর্তব্য 
সূরা রূম, আয়াত ৪৭
আজ, শুক্রবার, ১৮/০২/২০২২, ইসলামী প্রতিরোধ "হাসান" ড্রোনকে অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে প্রেরণ করেছে। হাসান ইউএভি গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশনের অংশ হিসেবে ৪০ মিনিটের জন্য টার্গেট এলাকায় টহল দেয়। অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ৭০ কিলোমিটার পর্যন্ত রিকনেসান্স মিশন অব্যাহত ছিল। "হাসান" ড্রোনটি ধ্বংসের জন্য শত্রুদের বেশ কয়েকবার প্রচেষ্টা সত্ত্বেও, দখলকৃত অঞ্চল থেকে নিরাপদে ফিরে আসে। ড্রোনটি শত্রুদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে, নিজ মিশন সফলভাবে সম্পন্ন করেছে। 
وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
আর (এ তো স্পষ্ট যে) সাহায্য সর্বদা মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে।
সূরা আলে ইমরান, আয়াত ১২৪।
 
উল্লেখ্য যে, হিব্রু-ভাষার মিডিয়াসমূহ গতকাল বিকেলে জানিয়েছে যে, "জলিল আলিনা" (অধিকৃত উত্তর ফিলিস্তিন) এবং অধিকৃত গোলান হাইটসে দুবার সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পর সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সামরিক বিমানগুলো স্ট্যান্ডবাইতে রয়েছে। iqna
 
 
captcha