IQNA

মুসলিম শিল্পীদের সংযুক্ত করতে বিশেষ অ্যাপ

0:01 - August 08, 2021
সংবাদ: 3470462
তেহরান (ইকনা): কর্মক্ষেত্রে এবং অন্যান্য আয়োজনে মুসলিম শিল্পীদের একত্র করতে বিশেষ অ্যাপ তৈরি করেছেন মার্কিন মুসলিম নারী সাফিয়া বাদভিন। তিনি আশা করছেন, তাঁর অ্যাপ মুসলিম শিল্পীদের সৃষ্টিশীল কাজের সঠিক পরিবেশ অনুসন্ধানে সাহায্য করবে।

অ্যাপটি তৈরির চিন্তা যখন মাথায় আসে, তখন বাদভিন চিত্রনাট্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার ইচ্ছা করেন। তাঁর ভাষায়, ‘আপনি যেখানে যেতে চান, সেখানে ভালো অবস্থানে থাকতে চান। অথচ আপনি জানেন সেখানে সঠিক পরিবেশ থাকে না। আমি লিখতে ভালোবাসি। কিন্তু আমার একটি ডিগ্রি থাকার পরও এখানকার পরিবেশ অনুকূল নয়। এখানে সে পরিবেশ নেই।’

যেহেতু তিনি স্বস্তি বোধ করছিলেন না, তাই বাদভিন স্কুল ছেড়ে দেন। কয়েক বছর পর একটি অ্যাপ তৈরির বুক ক্যাম্পে যোগ দেন। শেষ পর্যন্ত জুন ২০২১-এ ‘ফ্রিল্যান্স ফিসাবিলিল্লাহ’ চালু করেন। বাদভিন বলেন, ‘আমি পছন্দ করি, আমি চাই এমন কিছু তৈরি করতে, যা সৃষ্টিশীল মুসলিম শিল্পীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে। আমি শেষ পর্যন্ত এটাই চাই। আমি জানি এটা অন্যদেরও প্রয়োজন। আমি এই বিষয়ে সাড়া দিতে চাই। আসুন! আমরা আল্লাহর জন্য সাড়া দিই এবং একটি সুন্দর ও সৃষ্টিশীল সমাজ গঠনে এগিয়ে আসি।’

অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা পরস্পরের সঙ্গে যোগাযোগে মুসলিম শিল্পীদের সাহায্য করবে। ফলে তাঁরা বিভিন্ন প্রজেক্টে পরস্পরকে সাহায্য করতে পারবেন। বাদভিন ভবিষ্যতে শিশুদের জন্য বই লিখতে চান এবং অ্যাপের মাধ্যমে এমন ব্যক্তিদের খুঁজে পেতে চান, যাঁরা তাঁকে সাহায্য করবেন।
সূত্র : অ্যাবাউট ইসলাম

ট্যাগ্সসমূহ: মুসলিম ، শিল্পী ، ইকনা
captcha