IQNA

দেয়ালচিত্রে হজযাত্রার হাজার বছরের ইতিহাস

0:01 - July 06, 2021
সংবাদ: 3470261
তেহরান (ইকনা): দেয়ালচিত্রের মাধ্যমে হজযাত্রীদের হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩৬ মিটার দেয়ালচিত্রে সুপ্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত হজের বিভিন্ন চিত্রপট উঠে এসেছে।

প্রাচীনকালে আল-উলার পথ ধরে উত্তর দিক থেকে আগত হজকাফেলা, লোহিত সাগরের তীরবর্তী শহরগুলোতে জাহাজ তৈরি থেকে শুরু করে সৌদি আরবে বিমানবন্দর স্থাপন ও আধুনিক বিমানবন্দরে হাজিদের জন্য পৃথক টার্মিনাল স্থাপন পর্যন্ত ঐতিসাহিক চিত্রগুলো স্থান পেয়েছে।

সৌদি শিল্পী মুহাম্মদ আল-রাবাত অঙ্কিত চিত্রটিতে আরো স্থান পেয়েছে জেদ্দার প্রাচীন গ্রামগুলো, সৌদি আরবের প্রাচীন বিমানবন্দরগুলো, দেশটির পুরনো কিছু বিমান, বিভিন্ন যুগে মসজিদুল হারামের চিত্র এবং আরব সভ্যতা ও সংস্কৃতির নানা দিক। বিমানবন্দরের অভ্যর্থনা কক্ষে দেয়ালচিত্রটি স্থাপন করায় সহজেই তা দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের চোখে পড়বে।

শিল্পী রাবাত বলেন, ‘কয়েক বছর আগে নতুন বিমানবন্দর স্থাপনের সময় সিদ্ধান্ত হয়েছিল এখানে একটি দেয়ালচিত্র স্থাপন করা হবে। তখন থেকেই আমি তার পরিকল্পনা গ্রহণ করি। আরো কয়েকটি প্রস্তাব ছিল, তবে আমি হজযাত্রার বিষয়টিই গ্রহণ করি।

স্থাপনের আগে দীর্ঘ আট মাস আমি আমার স্টুডিওতে কাজ করেছি এবং চিত্রটিতে প্রাচীন আল-বানত সমুদ্রবন্দর থেকে শুরু করে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন পর্যন্ত হজের গুরুত্বপূর্ণ ঐতিসাহিক স্তরগুলো চিত্রিত করা হয়েছে।’ আরব নিউজ অবলম্বনে

captcha