IQNA

ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে হামলা

0:02 - July 04, 2021
সংবাদ: 3470246
তেহরান (ইকনা): ভারত মহাসাগরের উত্তরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। এই জাহাজটি আমিরাতের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে এরপূর্বে জেদ্দা বন্দরে নোঙ্গর করা ছিল।

নির্ভরযোগ্য সংবাদ সূত্রগুলি ভারত মহাসাগরের উত্তরে একটি ইসরাইলি কার্গো জাহাজে আগুনের লগার খবর জানিয়ে বলেছে: “ইসরাইলি বণিক জাহাজে অজানা অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে”।

এই সূত্র আরও জানিয়েছে: "এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উপকূলে রওয়ানা দেওয়ার পূর্বে জেদ্দা বন্দরে নোঙ্গর করা ছিল।" সূত্রটি গুরুত্বারোপ করে বলেছে: “এখনও পর্যন্ত কেউ এই হামলার দায়ভার স্বীকার করেনি”।

ইসরাইলের গণমাধ্যমের বরাত দিয়ে আল-মায়াদিন বলেছে: “জাহাজটি ইসরাইলের তবে এই জাহাজের ক্রুরা ইসরাইলি নন।

এদিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে: ভারত মহাসাগরের উত্তরে ইসরাইলি এক কোটিপতির একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

3981768

captcha