IQNA

ইসরাইলের সেনাভর্তি বাসে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল হামাস (ভিডিও

19:24 - May 20, 2021
সংবাদ: 2612819
তেহরান (ইকনা): ইসরাইলের সেনাভর্তি একটি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সেনাভর্তি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই ওই স্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। পার্সটুডে

এদিকে, ইসরাইলের নেগেভ শহরের পশ্চিমে সাদিরুত এলাকায় রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড। 

হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এসময় ইসরাইলের নিরাপত্তারক্ষীরাসহ বেশকিছু ইহুদিবাদী আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য দৌঁড়ে পালাতে থাকে।

captcha