IQNA

মৃত সাগরের উপকূলে খননকালে প্রাচীন তওরাতের কিছু অংশ আবিষ্কার

0:03 - March 19, 2021
সংবাদ: 2612489
তেহরান (ইকনা): প্রত্নতাত্ত্বিকেরা দখলকৃত অঞ্চল এবং পশ্চিম তীরে মৃত সাগরের নিকটে খননকাজ চলাকালীন সময় বাইবেলের কিছু টুকরো আবিষ্কার করেছেন।
এই ধর্মীয় গ্রন্থের অংশবিশেষ ছাড়াও এর পাশে ছয় হাজার বছর পূর্বের একটি শিশুর মমিযুক্ত কঙ্কাল পাওয়া গেছে।
 
প্রত্নতাত্ত্বিকদের  মতে, প্রাপ্ত বাইবেলটি ১৯০০ বছরের পুরানো এবং এটি রোমীয়দের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহ চলাকালীন সময়ের অন্তর্গত। শামউন বারকুখবার নেতৃত্বে এই বিদ্রোহ ১৩২ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং প্রায় তিন বছর এই বিদ্রোহ অব্যাহত থাকার পর তা দমন হয়েছিল।
 
তওরাতের অংশবিশেষ ছাড়াও বেশ কয়েকটি মুদ্রা, একটি তীরের সুচালো মাথা, কাপড়, স্যান্ডেল, চিরুনি এবং একটি বড় ঝুড়ি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই ঝুড়িটি কমপক্ষে ১০,৫০০ বছর পুরানো এবং এটি বিশ্বের প্রাচীনতম ঝুড়ি।
 
উল্লেখ্য যে, মৃত সাগর হলো জর্ডান, অধিকৃত অঞ্চল এবং পশ্চিম তীরের মধ্যে অবস্থিত একটি নোনতা পানির উপসাগর। এর লবণাক্ততা শতকরা ৩০ ভাগ এবং এটি সমুদ্রের পানির চাইতে ৮.৬ গুণ বেশি লবণাক্ত।iqna
 

 

captcha