IQNA

মিশরে শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ প্রতিযোগিতা

20:02 - December 18, 2020
সংবাদ: 2611977
তেহরান (ইনকা): মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে ২৭ থেকে ৩‌১শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা কায়রো বিশ্ববিদ্যালয়ের জেনারেল ডিরেক্টর অফ ইয়ুথ সাপোর্টের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ বিভাগের উদ্যোগে সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ১০ পারা কুরআন হেফজ এবং ৫ পারা কুরআন হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে।

সকল প্রকার স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ এবং তিলাওয়াতের সকল নিময় পালন করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়াও মিশরের হালওয়ান বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন হেজফ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা সম্পূর্ণ কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ১০ পারা কুরআন হেফজ এবং ৫ পারা কুরআন হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা মিশরের হালওয়ান বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কাঠামোয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি "মাজিদ ফাহমি নাজম" এর সহায়তায় অনুষ্ঠিত হবে। iqna

 

captcha