IQNA

দায়েশ নাইজেরিয়ার বোর্নেমাউথ সামরিক ঘটিতে হামলার দায় স্বীকার করেছে

20:43 - October 01, 2019
সংবাদ: 2609340
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস নাইজেরিয়ার বোর্নেমাউথ সামরিক ঘটিতে হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গতকাল (৩০শে সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রকাশ করেছে: দায়েশের সদস্যরা ২৯শে সেপ্টেম্বর বোর্নেমাউথ সামরিক ঘটিতে হামলা চালিয়েছে। এই হামলায় ১৮ জন হতাহত হয়েছে।
এই সন্ত্রাসী গোষ্ঠী আরও উল্লেখ করেছে: সামরিক ঘাটিতে হামলা চালিয়ে তারা বেশ কয়েকটি যানবাহন এবং সামরিক সরঞ্জাম গনিমত হিসেবে জব্দ করেছে।
উল্লেখ্য যে, বোর্নেমাউথ প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীর বোকো হারামের মূল ঘাঁটি। এই সন্ত্রাসী গোষ্ঠী এখানে টানা দশ বছর নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড সক্রিয় রেখেছে। এই দশ বছরে ২৭ হাজার জনকে হত্যা এবং ২০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।  iqna

 

captcha