IQNA

তুরস্কে দায়েশের তিন নারী কর্মী গ্রেফতার

23:48 - July 03, 2019
সংবাদ: 2608826
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তিন নারী কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিনজনই ফ্রান্সের নাগরিক।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের কিয়েস শহরের নিরাপত্তা অফিস এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে: তুরস্কের সেনারা গোপন সূত্রের মাধ্যমে এই তিন জন নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অবৈধভাবে তুরস্কে প্রবেশ করার চেষ্টা করেছিল। এসময় সন্ত্রাস নিধন টিম সিরিয়ার সীমান্ত থেকে এসকল দায়েশী নারীদের গ্রেফতার করেছে।

এই অপারেশনটি কিয়েসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত হয়েছে। এই অপারেশনের মাধ্যমে ফ্রান্সের তিন দায়েশী নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন যাবত ইন্টারপোল পুলিশ এই তিন জনকে গ্রেফতার করার চেষ্টা চালিয়েছিল।

তুরস্কে অবৈধভাবে প্রবেশ করার সময় এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের সাথে ৯ জন শিশু ছিল। iqna

 

 

captcha