IQNA

ভারতে নতুন প্রদেশ প্রতিষ্ঠার দাবি দায়েশের

22:35 - May 11, 2019
সংবাদ: 2608521
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ভারতে একটি স্বাধীন প্রদেশ প্রতিষ্ঠার দাবি করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানির পর এই দাবি করলো দায়েশ তথা আইএস। ওই সংঘর্ষে নিহত এক বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে আইএসের সম্পর্ক ছিল বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

বার্তা সংস্থা ইকনা: গত শুক্রবার রাতে দায়েশের বার্তা সংস্থা আমাক এক বিবৃতিতে নতুন ওই প্রদেশের ঘোষণা দেয়, যাকে ‘হিন্দের উইলাইয়া’ বলে অভিহিত করে তারা। ওই বিবৃতিতে কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরা এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ওপর দায়েশের হামলায় হতাহতের ঘটনা ঘটে বলেও দাবি করা হয়।
শুক্রবার রাতে ভারতীয় পুলিশের এক বিবৃতিতেও শোপিয়ানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং তাতে ইসফাক আহমেদ সোফি নামে এক জঙ্গি নিহত হয়েছে বলে বলা হয়।
দায়েশ এক সময় ইরাক ও সিরিয়ার হাজার হাজার মাইল এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু চলতি বছরের এপ্রিলে তাদের নিজস্ব ধরনের ‘খিলাফত’ থেকে তাদের উচ্ছেদ করা হয়। এখন ভারতে নতুন প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তারা সেখানে তাদের অবস্থান মজবুত করতে চাইছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দায়েশ এখন আত্মঘাতী হামলা ও আকস্মিক আক্রমণের ওপর জোর দিয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডের পর্বের দিন চালানো আত্মঘাতী হামলার দায়ও স্বীকার করে তারা।
গতকাল শনিবার ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, সোফি দায়েশের আনুগত্য স্বীকার করার আগে এক দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। রয়টার্স জানায়, দায়েশের প্রতি সহানুভূতিশীল শ্রীনগরভিত্তিক একটি সাময়িকীকে দেয়া সোফির সাক্ষাৎকারেও একই ধরনের ভাষ্য পাওয়া গেছে।

ভারতীয় পুলিশ ও সামরিক সূত্রগুলো রয়টার্সকে জানায়, শোপিয়ান অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি গ্রেনেড হামলার ঘটনায় সোফি সন্দেহভাজন ছিল। গত শুক্রবারের গোলাগুলির ঘটনার বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন, এটি পরিষ্কার একটি অভিযান ছিল এবং গোলাগুলির সময় অনুরূপ কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। iqna

 

captcha