IQNA

লিবিয়ায় সাম্প্রতিক সংঘর্ষে নিহত ৫৬

19:54 - April 11, 2019
সংবাদ: 2608315
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ ঘোষণা করেছে, লিবিয়ায় রাজধানী ত্রিপলিতে বিগত ছয় দিনে সংঘর্ষের ফলে ৫৬ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: একটি বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে দুই জন ডাক্তার এবং একজন এ্যাম্বুলেন্স চালক রয়েছেন। তবে নিহতদের মধ্যে বাকিরা সেনা সদস্য নাকি বেসামরিক নাগরিক সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার পূর্বাঞ্চলে লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) নামে নিজস্ব সেনাবাহিনী গঠন করে জেনারেল খলিফা হাফতার। গত বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করার জন্য বিশেষ অপারেশন শুরু করে।

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রেসিডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ফায়েজ আল-সিরাজ জেনারেল খলিফা হাফতারের সমর্থিত সেনাদের বিক্ষোবের পর দেশটির সামরিক বাহিনীর সদস্যরা সর্বদা শোচ্যর ও প্রস্তুত রয়েছে।

বর্তমানে লিবিয়ায় দুটি স্বাধীন সরকার রয়েছে। একটি হচ্ছে, জাতীয় ঐক্যমত্য ফেডারেশন জাতিসংঘের সমর্থিত সরকার এবং অপরটি হচ্ছে জেনারেল খলিফা হাফতারের সমর্থিত অন্তর্বর্তী সরকার। লিবিয়ার পূর্বাঞ্চলীয় আল বায়দা শহরে হাফতারের সমর্থিত অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র। লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণ-পূর্বে সুদান, দক্ষিণে চাদ ও নাইজার, এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া অবস্থিত। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ত্রিপোলি শহর লিবিয়ার বৃহত্তম শহর ও রাজধানী।

লিবিয়ার ৯৭ শতাংশ জনগণ মুসলমান। দেশটিতে ইমাম হুসাইন (আ.)এর বংশধর হযরত আব্দুল্লাহ আল আসমারের মাযার রয়েছে। এই মাযারটি ২০১২ সালে ওয়াহাবিরা ভেঙ্গে ফেলে। দেশটিতে প্রায় ৬০ হাজার শিয়া মুসলমান রয়েছে।' iqna

 

captcha