IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের যে সকল সূরা এবং দোয়ার সাথে সম্পর্ক রাখতে হবে

21:06 - January 26, 2019
সংবাদ: 2607796
হাদিসের ভাষা অনুযায়ী, যারা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগি করার মাধ্যমে আমাদের কায়েমের আবির্ভাব ত্বরান্বিত হওয়ার ক্ষেত্র প্রস্তুত করে তারাই আমাদের প্রকৃত অনুসারী।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম বাকির(আ.) বলেছেন, যারা প্রতিদিন মুসাববাহাত সূরা গুলো তিলাওয়াত করবে তারা ইমাম মাহদীর সাক্ষাত লাভ করবে, আর যদি তার পূর্বেই মারা যায় তাহলে পরপারে মহানবীর সান্নিধ্যে থাকবে। মুসাববাহাত সূরাসমূহ হচ্ছে: হাদিদ, হাশর, সাফ, জুমুয়া এবং তাগাবুন।

সূরা মায়িদার ৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন: يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে মুমিনগণ! আল্লাহর প্রতি কর্তব্য কর তার সান্নিধ্য লাভের উপায় অন্বেষণ কর এবং সর্বশক্তি দিয়ে তার পথে সংগ্রাম কর যেন তোমরা সফলকাম হতে পার।

মুক্তি লাভ করার জন্য দূষণ থেকে যেমন দূরে থাকতে হবে, তেমনি পবিত্র জনদের নৈকট্য লাভ করতে হবে। কোরআনে কারিম সুন্নতে রাসূল, তার আহলে বাইত এবং পবিত্র ওলী আউলিয়াগণ সবাই আল্লাহর নৈকট্য লাভের সহযোগী।

অনুরূপভাবে ইমাম মাহদীর অনুসারীদেরকে বিভিন্ন দোয়া যেমন: দোয়া তাওয়াসসুল, দোয়া আমিনাল্লাহ, দোয়া ফারাজ, দোয়া নুদবা, দোয়া আহদ, যিয়রাতে আশুরা এবং যিয়রাতে আলে ইসয়াসীন পাঠ করতে বলা হয়েছে।

ইমাম আলী (আ.) ইমাম মাহদী (আ.)- এর সাহায্যকারীদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা সম্পর্কে বলেছেন: তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ এবং আন্তরিক।

ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী করে খালেসভাবে দোয়া করতে হবে। কেননা আমাদের মুক্তি ও কল্যাণ তার আবির্ভাবের মধ্যেই নিহিত রয়েছে।

ইমাম মাহদী (আ.) নিজেই বলেছেন: اکثر الدعاء بتعجيل الفرج فان ذالک فرجکم

আমার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী বেশী দোয়া কর। কেননা তার মধ্যেই তোমাদের মুক্তি ও সৌভাগ্য নিহীত রয়েছে। (কামালুদ্ দীন খণ্ড- ২, বাব ৪৫, হাঃ ৪ পৃ ২৩৯)৷

captcha