IQNA

আল্লাহর নেয়ামতের প্রতি শুকরগুজার থাকা জরুরী

23:42 - December 02, 2018
সংবাদ: 2607420
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি বলেছেন যে, আল্লাহ তায়ালা আমাদের অগণিত নেয়ামত দান করেছেন। মানুষ আল্লাহর নেয়ামত ছাড়া এক মুহূর্তের জন্যও এ পৃথিবীতে বেচে থাকতে পারে না। তাই প্রত্যেকের উচিত আল্লাহর সমস্ত নেয়ামতের জন্য সর্বদা শুকরগুজার থাকা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এ সৃষ্টিজগতের যাবতীয় নেয়ামত ও জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণাদি হচ্ছে একমাত্র মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত। তাই আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ ছাড়া এক মুহূর্তের জন্যেও মানুষের পক্ষে বেচে থাকা আদৌ সম্ভব নয়। কিন্তু দু:খজনক হলেও সত্য মানুষ আল্লাহর অগণিত নেয়ামতসমূহ ভোগ করা স্বত্বেও এ নেয়ামতের উপযুক্ত শুকরগুজার করে না। আর আল্লাহর নেয়ামতের শুকরগুজারের অর্থ হচ্ছে তার আদেশাবলী যথাযথভাবে মেনে চলা। অথচ অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি শুকরগুজার তো অনেক দূরের কথা বরং প্রতিনিয়ত আল্লাহর নাফরমানিতে লিপ্ত।

এ সম্পর্কে ইমাম জাফর সাদীক (আ.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে, তোমাদের প্রতিটি নি:শ্বাসই হচ্ছে আল্লাহর নেয়ামত। তাই প্রতিটি নি:শ্বাসের পর আল্লাহর প্রতি শুকরজ্ঞাপন কর। আর আল্লাহর প্রতি শুকরজ্ঞাপনের তৌফিক অর্জনও আল্লাহর নেয়ামতের অন্তর্ভুক্ত। আল্লাহর প্রতি শুকরজ্ঞাপনের উপায় হচ্ছে আল্লাহর নেয়ামতসমূহকে তার নাফরমানিতে ব্যয় করবে না এবং তার আদেশ ও নিষেধকে সঠিকভাবে মেনে চলবে।

বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি এ সম্পর্কে বলেন: একজন মু’মিন ও তাকওয়াধারী ব্যক্তি আল্লাহর প্রদত্ত নেয়ামতের জন্য সব সময় স্বীয় প্রতিপালকের প্রতি শুকরগুজার থাকে।

পৌঁছে দিবেন যেভাবে শীতকালের শীত আর গরমকালের গরম মানুষের ঘরে পৌঁছে যায়।

captcha