IQNA

ইমাম মাহদীর পর দুনিয়ার পরিস্থিতি কি হবে?

23:57 - October 04, 2018
সংবাদ: 2606897
বেশীরভাগ ক্ষেত্রেই শেষ জামানা এবং ইমাম মাহদীর রাষ্ট্র সম্পর্কে আলোচনা করা হয় কিন্তু খুব কমই দেখা যায় ইমাম মাহদীর পর কি হবে সেই বিষয়ে আলোচনা করতে।

ইমাম মাহদীর পর দুনিয়ার পরিস্থিতি কি হবে?



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাব ঘটল তিনি ন্যায় পরায়ণ রাষ্ট্র গঠন করণে এর পর তার রাষ্ট্র শেষ পর্যায়ে পৌঁছল এর পর বিশ্বের অবস্থা কি হবে। এর জবাব হচ্ছে ইমাম মাহদীর হুকুমত শেষ হওয়ার পর রাজয়াত হবে এবং সর্ব প্রথম ইমাম হুসাইন(আ.) ফিরে আসবেন এবং হুকুমত করবেন।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: বিজয় অর্জন করার পর আপনার কাছে ন্যায় পরায়ণ রাষ্ট্র ফিরয়ে দেয়া হবে।

ইমাম মাহদীর ন্যায়পরায়ন রাষ্ট্রেই ইমাম হুসাইন(আ.) ও তার ৭২ জন সঙ্গীর রাজয়াত অনুষ্ঠিত হবে। এরপর ইমাম মাহদীর মৃত্যু হলে ইমাম হুসাইন(আ.) তার দাফন কাফন করবেন এবং তিনি হুকুমতকে হাতে তুলে নিবেন।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) হযরত আলী(আ.), মা ফাতিমা যাহরা এবং সকল ইমামগণ পুনরায় দুনিয়াতে ফিরে আসবেন এবং এভাবে ইমাম মাহদীর পর দুনিয়া সুখে শান্তিতে ও অর্থবহভাবে চলতে থাকবে।

অপর হাদিসে বর্ণিত হয়েছে: ইমাম মাহদীর মৃত্যু অথবা শাহাদাতের ৪০ দিন পর কিয়ামত অনুষ্ঠিত হবে এবং দলে দলে লোক হাশরের ময়দানে হাজির হবে এবং তাদের বিচার হওয়ার পর বেহেশত ও জাহান্নামে যাবে।

captcha