IQNA

হজের খবর জানাতে নিউজ সাইট চালু করলো সৌদি আরব

1:49 - August 05, 2018
সংবাদ: 2606375
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালের হজের খবর নিয়ে একটি নিউজ সাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার দেওয়া ঘোষণায় জানানো হয়, আগামী সপ্তাহে এই ওয়েবসাইট চালু হবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

হজের খবর জানাতে নিউজ সাইট চালু করলো সৌদি আরব

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আলওয়াদ জানান, খবরের ওয়েব সাইটটির ইংরেজি ও আরবি সংস্করণ থাকবে। হজ ও হজযাত্রীদের খবরের প্রাথমিক উৎস হিসেবে এই ওয়েবসাইট কাজ করবে । ওয়েবসাইটির ঠিকানা, hajjmedia.gov.sa

সৌদি তথ্যমন্ত্রী জানান, আসন্ন মওসুমে ৮০০ শতাধিক বিদেশি সাংবাদিক হজের খবর সংগ্রহ করতে সৌদি আরব জড়ো হতে পারেন।

মন্ত্রী আরও জানান, স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের ব্যবহারের জন্য পবিত্র নগরী মক্কায় মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, সরাসরি সম্প্রচারের দর্শক সংখ্যা বৃদ্ধি এবং হজ ও উমরাহ পালনকারীদের সুবিধার জন্য আমরা অনেক সংবাদ সেবা দিয়ে যাব। যা কাবা ও মসজিদ আল-নববীতেও বিস্তৃত করা হবে।

 

 

captcha