IQNA

কুরআন অবমাননার প্রতিবাদে কেনিয়ার মুসলমানদের বিক্ষোভ

23:59 - August 04, 2018
সংবাদ: 2606373
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার পূর্বাঞ্চলীয় একটি শহরের প্রাথমিক স্কুলের শিক্ষক পবিত্র কুরআনের অবমাননা করলে সেদেশর মুসলমানেরা এই প্রতিবাদ জানিয়েছেন।

নতুন ৫টি এটিআর বিমান যুক্ত হচ্ছে ইরানি বহরে
বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার এই অমুসলিম ইংরেজি শিক্ষক পবিত্র কুরআন মাটিতে ছুড়ে ফেলে এই পবিত্র গ্রন্থের উপরে পা রেখেছে।
এই ঘটনাটি গত সপ্তাহে সেদেশের পূর্বাঞ্চলীয় গারিসা প্রদেশের ইজারা শহরে ঘটেছে। এর প্রতিবাদে সেদেশের মুসলমানেরা বিক্ষোভ করলে পুলিশ ইসলাম বিদ্বেষী ঐ ব্যক্তিকে গত মঙ্গলবার গ্রেফতার করেছে।
এরপূর্বে স্কুলের কিছু শিক্ষার্থীরা পবিত্র কুরআনের অবমাননার ঘটনাটি তাদের অভিভাবকদের বলে। পরবর্তীতে অভিভাবকগণ স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ঐ ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানায়।
এদিকে শুক্রবার গারিসার জামে মসজিদের পেশ ইমাম এর প্রতিবাদ জানিয়ে উক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করার জন্য আহ্বান জানান।
ধর্মের পবিত্র জিনিষের অবমাননার বিচারের জন্য কেনিয়া কোন আইন পাশ হয়নি। তবে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করবে এবং আদালত ধর্মের অবমাননার জন্য তার বিচার করবে।
যদি আদালতে তার অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
কেনিয়া আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলীয় একটি দেশ। দেশটির মোট ৪ কোটি ৮০ লাখ জনগণের মধ্যে প্রায় ১৫ শতাংশ জনগণ মুসলমান।
iqna

 

captcha