IQNA

দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার অষ্টম দিনে ৮ দেশের প্রতিনিধির অংশগ্রহণ

22:33 - June 01, 2018
সংবাদ: 2605887
আন্তর্জাতিক ডেস্ক: দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার অষ্টম দিনে সোমালিয়া, ইথিওপিয়া, যুক্তরাষ্ট্র, লিবিয়া, আফগানিস্তান, ইতালি, কিরগিজস্তান এবং ম্যাসেডোনিয়ার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।


বার্তা সংস্থা ইকনা: দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অষ্টম দিনের অনুষ্ঠান বুধবারে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অষ্টম দিনের প্রতিযোগিতায় ইথিওপিয়ার জাওয়াহের আব্দুল্লাহ মোহাম্মদ, সোমালিয়ার ওমর আব্দুল আজিজ আব্দুল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের আহমেদ বোরহান মোহাম্মদ, লিবিয়ার হামজা বশির সেলিম হার্শ, আফগানিস্তানের আহমদউল্লাহ রহমানি, ইতালির গাদ্দাফি সানি আওয়াল, কিরগিজস্তানের আব্দুল্লাহ জাকিরভ এবং ম্যাসেডোনিয়ার সাঈদ আমরি অংশগ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইবরাহিম বুমালহা উপস্থিত ছিলেন। এছাড়াও দুবাইয়ের ইসলামি ব্যাংকের প্রধান আব্দুল রাজ্জাক আব্দুল্লাহ এবং সেদেশের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ দর্শনার্থীদের সারিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ চলতি বছরে দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪টি দেশ অংশগ্রহণ করেছে। উক্ত প্রতিযোগিতা ৬ষ্ঠ রমজানে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে শুর হয়েছে এবং একাধারে ১৯শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রতিযোগিতা শুধুমাত্র কুরআন হেফজ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে মুহাম্মাদ রেজা জাহেদী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
উক্ত প্রতিযোগিতার সপ্তম দিনে বাংলাদেশের প্রতিনিধি হোসেন আবেদ মিয়া আহমাদ অংশগ্রহণ করেছেন। সপ্তম দিনে বাংলাদেশের প্রতিনিধির সাথে ইরানের মুহাম্মাদ রেজা জাহেদী, ইন্দোনেশিয়ার মুহাম্মাদ সুলতান নাসির, ইরাকের জায়িদ কাসেম আব্দুস সাইয়্যেদ, সেনেগালের মোহাম্মদ সিয়াম, কঙ্গো ব্রাজাভিলের তাহের ধাবো, ডেনমার্কের বুখারী ইব্রাহিম মুহাম্মদ এবং মধ্য আফ্রিকার মোহাম্মদ নূর রমাদ অংশগ্রহণ করেছেন।
iqna

 

 

captcha