IQNA

লিবিয়ার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করল আইএস

16:10 - April 01, 2018
সংবাদ: 2605406
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস ৩০শে মার্চ এক বিবৃতিতে পূর্ব লিবিয়ায় আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।


বার্তা সংস্থা ইকনা: লিবিয়ার পূর্বাঞ্চলীয় আজদাবিয়া শহরের পূর্বদিকের প্রবেশ পথে ২৯শে মার্চ আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলার দায়ভার গ্রহণ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
প্রকাশিত বিবৃতিতে দায়েশ উল্লেখ করেছে, দায়েশের সদস্য "আবু কাদামাত আস-সায়েহ" এই আত্মঘাতী হামলা চালায়। আবু কাদামাত আস-সায়েহ একটি গাড়িতে বোমা নিয়ে আজদাবিয়া শহরের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী "হাফতারে"র উপর হামলা চালায়।
গাড়িতে প্রচুর পরিমাণ বিস্ফোরণ দ্রব্য ছিল। এজন্য গাড়িটি বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনী হাফতারের ১৯ জন সদস্য হতাহত হন।
এটা নিয়ে বিগত একমাসে এই শহরে দু'বার হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
লিবিয়ায় গাদ্দাফির শাসন পতনের পর থেকে সেদেশে প্রধান দুইটি দল অবস্থান করছে। একটি হচ্ছে ত্রিপোলিতে "জাতীয় ঐক্যের সরকার"। আন্তর্জাতিক সম্প্রদায় এই দলটিকে স্বীকৃতি দিয়েছে। অপর দলটি হচ্ছে "অন্তর্বর্তী সরকার"। এই দলটি পূর্ব লিবিয়ায় জেনারেল "খলিফা হাফতার"-এর নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক সম্প্রদায় এই দলটিকে স্বীকৃতি দেয়নি।
iqna

 

captcha