IQNA

ইমাম মাহদীর(আ.) রাষ্ট্রে বঞ্চিতদের অবস্থা

17:19 - March 09, 2018
সংবাদ: 2605220
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, যখন আমাদের কায়েমের আবির্ভাব ঘটবে তখন আর কোন দাস থাকবে না কেননা তিনি সবাইকে মুক্ত করবেন, অনুরূপভাবে কোন দেনাদার থাকবে না কেননা তিনি তাদের সবার ঋণ পরিশোধ করে দিবেন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমামগণের হাদিস অনুসারে ইমাম মাহদীর একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে তিনি সকল বঞ্চিতদের প্রতি বিশেষ খেয়াল দিবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন যার ফলে সমাজে অধিক কল্যাণ দেখা দিবে।

ইমাম বাকির(আ.) বলেছেন: ইমাম মাহদী তার আবির্ভাবের পর যখন মদিনার দিকে রওনা হবেন পথিমধ্যে বনি হাশিমের যত বন্দিদেরকে দেখবেন তাদেরকে মুক্ত করবেন।

ইমাম জাফর সাদিক (আ.)বলেছেন: صنع کما صنع رسول الله (ص) يهدم ما کان قبله کما هدم رسول الله (ص) امر الجاهلية و يستأنف الاسلام جديدا

ইমাম মাহদী (আ.) রাসূল(সা.)-এর মতই পদক্ষেপ গ্রহণ করবেন৷ রাসূল (সা.) যেভাবে অজ্ঞদের সকল কুসংস্কারকে ধ্বংস করেছিলেন, ইমাম মাহদী (আ.)ও আধুনিক সকল অজ্ঞতা ও কুসংস্কারকে দূর করে ইসলামের সঠিক স্বরূপকে প্রতিষ্ঠা করবেন (গাইবাতে নোমানি বাব ১৩, হাঃ ১৩, পৃ.-২৩৬)৷

রাসূল (সা.)বলেছেন: اذا قام قائمنا اضمحلت القطائع فلاقطائع

আমাদের কায়েম যখন কিয়াম করবে তখন অত্যাচারী শাসকরা যে সকল সম্পত্তি অবৈধভাবে দখল করেছিল বা আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে বণ্টন করেছিল তা ফিরিয়ে নেওয়া হবে এবং তাদের নিকট আর কোন সম্পত্তি থাকবে না (বিহারুল আনওয়ার খণ্ড- ৫২, পৃ.-৩০৯)৷

ইমাম মাহদী (আ.)-এর অর্থনৈতিক ব্যবস্থার আর একটি বৈশিষ্ট্য হচ্ছে সকল মানুষের সমস্যার সমাধান করা এবং তাদের জন্য একটি সচ্ছল জীবন গঠন করা৷ ইমাম মাহদী (আ.) প্রচুর সম্পদ মানুষকে দান করবেন এবং নির্ভরশীল ব্যক্তিরা সাহায্য চাইলে তাদেরকে সাহায্য করবেন৷

রাসূল (সা.)বলেছেন: فهو يحثوا المال حثوا

সে অধিক সম্পদ দান-খয়রাত করবে (বিহারুল আনওয়ার খণ্ড- ৫২, পৃ.-৩০৯)৷

captcha