IQNA

শেষ জামানার মানুষের ধর্মীয় পরিস্থিতি

0:32 - January 28, 2018
সংবাদ: 2604907
শেষ জামানায় মানুষ খুব সহজেই তার ধর্মকে বিক্রি করে দিবে তা আবার অতি সামান্যমূল্যে। তাদের পরিস্থিতি এমন হবে যে, সকালে মু’মিন থাকবে দুপুরে কাফের হয়ে যাবে।

 শেষ জামানার মানুষের ধর্মীয় পরিস্থিতি

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদিসে বর্ণিত হয়েছে শেষ জামানার মানুষ নামমাত্র মুসলমান থাকবে, তারা কুরআন ও ইসলামের কোন বিধি-নিষেধ মান্য করবে না। মসজিদেও আর কোন ভাল উপদেশ দেয়া হবে না। ঐ যুগের ফকিহগণও পথভ্রষ্ট হয়ে যাবে সে সময়ে দ্বীনকে খুব সহজেই বিক্রয় করা হবে।

সমাজে পবিত্র কুরআনের কোন বাণী বাস্তবায়িত হবে না। শুধুমাত্র কোরআনের লেখাই অবশিষ্ট থাকবে। অনুরূপভাবে মুসলমানরাও নামে মুসলমান হবে তারা ইসলামের কোন আমলই পালন করবে না।

এসম্পর্কে মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: শেষ জামানায় কোরআনের শুধু লেখাই দেখা যাবে তার উপর কোন আমল হবে না। মুসলমানরা নামধারী মুসলমান হবে তারা ইসলামের কোন নির্দেশ পালন করবে না।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, শেষ জামানায় এমন পরিস্থিতি হবে যে, মানুষ আল্লাহকে চিনবে না, তৌহিদে বিশ্বাস করবে না এবং তারপর দজ্জালের আবির্ভাব হবে।

মানুষ নামাজের প্রতি গুরুত্ব দিবে না, বেদয়াত অনেক বেড়ে যাবে এবং হালালকে হারাম আর হারামকে হালাল করবে। শাবিস্তান

captcha