IQNA

আয়াতুল্লাহ সিস্তানী;

কেরমানশায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে ইমামে জামানার অংশের অর্ধেক ব্যবহারের নির্দেশ

16:26 - November 14, 2017
সংবাদ: 2604313
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রভাবশালী মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে তার মুকাল্লেদদের (আয়াতুল্লাহ সিস্তানীকে যারা তাকলিদ করেন) প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ইমামে জামানার অংশের অর্ধেক পরিমাণ অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে ব্যয় করে।
কেরমানশায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে ইমামে জামানার অংশের অর্ধেক ব্যবহারের নির্দেশ
বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী নাজাফে আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানি দপ্তর থেকে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানিয়েছে, আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানি ইরাকের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার মুকাল্লেদদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ইমামে জামানার অংশের অর্ধেক পরিমাণ অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে ব্যয় করে।
ইতিমধ্যে ইরানে বসবাসরত তার মুকাল্লেদগণ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জন্য ইমামে জামানার অংশ ব্যবহারের অনুমতি চাওয়ার জন্য তার ইরানের দপ্তরে যোগাযোগ করেছেন। এর সূত্র ধরে ইরানে আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানির দপ্তর থেকে জানিয়েছে: আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন। প্রয়োজনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে ইমামে জামানার অংশের অর্ধেক পরিমাণ অর্থ ব্যয় করে।

উল্লেখ্য, ইমামী মাজহাবের ফকীহ্গণ ফিকাহর কিতাবসমূহে খুমসশিরোনামে একটি বিশেষ অধ্যায় সংযোজন করেছেন যা যাকাতঅধ্যায়ে স্থান পেয়েছে। এ অধ্যায়ের মূল পবিত্র কুরআন মজীদের সূরা আনফালের ৪১ নং আয়াতে নিহিত রয়েছে। এ আয়াতে বলা হয়েছে:

وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّـهِ خُمُسَهُ وَلِلرَّ‌سُولِ وَلِذِي الْقُرْ‌بَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ

"তোমরা জেনে রাখ,নিঃসন্দেহে তোমরা যখন কিছু গণীমতের অধিকারী হবে তখন তার এক-পঞ্চমাংশ আল্লাহ্, তাঁর রাসূল, (রাসূলের) ঘনিষ্ঠ জন, ইয়াতীম, মিসকিন ও পথিকের জন্য।

আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী সিস্তানি খুমসে ইমামের যে অংশ রয়েছে তার অর্ধেক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ব্যবহারের নির্দেশ দিয়েছে।

iqna

 

captcha