IQNA

শেষ জামানার ফেতনা থেকে মুক্তির উপায়

13:27 - October 27, 2017
সংবাদ: 2604175
হাদিসে বর্ণিত হয়েছে, শেষ জামানায় প্রতিটি ঘরে ঘরে ফেতনা প্রবেশ করবে এবং পরিবারে ভিত্তিকে নড়বড়ে করবে। ইমাম সাদিক(আ.) বলেছেন, শেষ জামানায় সারা বিশ্বে পরিবারসমূহে ফেতনা প্রবেশ করবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের পূর্বে অন্ধকার রাতের মত ফেতনার আবির্ভাব ঘটবে, যার কারণে একজন ব্যক্তি সকালে মুমিন হবে আর বিকালে কাফের হয়ে যাবে।

ইমাম মাহদীর আবির্ভাবের সঠিক সময় আমাদের জানা নেই তবে সর্বদাই তার অপেক্ষায় থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর ইমাম মাহদীকে চেনার মাধ্যমেই আমাদের মুক্তি ও নাজাত রয়েছে।

ইমাম সাকিদ(আ.) বলেছেন: «اکتُب و بُثَّ عِلمَکَ فی اخوانِک فَإن مِتَّ فَوَرِّث کُتُبَکَ بَنِیکَ فَانَّه یأتی عَلَی النَّاس زمانُ هَرجٍ ما یأنَسُونَ فیه الاّ بِکُتُبِهِم؛  শেষ জামানা এবং ইমাম মাহদী(আ.) সম্পর্কে তোমাদের জ্ঞানকে লিখে রাখ এবং তোমার দ্বীনি ভাইদের মধ্যে তা প্রচার কর। আর যখন মারা যাবে তা তোমার পরিবারের জন্য উত্তরাধিকার হিসাবে রেখে যাও। কেননা শেষ জামানার ফেতনা থেকে বাচার জন্য সঠিক জ্ঞানের দরকার হবে।

ইমাম জাওয়াদ(আ.) বলেছেন: و قبلَ ذلک فتنهُ شرٍّ یُمسِی الرَّجُلُ مُؤمِناً و یُصبِحُ کافِراً و یُصبِحُ مؤمناً و یُمسِی کافراً، فَمَن أدرکَ ذلک الزَّمانِ فَلیتَّقِ اللهَ وَلیکُن أحلاسِ بَیتهِ؛  ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে বহু ফেতনা দেখা দিবে তা থেকে বাচার জন্য তোমাদের ঈমানকে মজবুত কর এবং মুত্তাকী পরহেজগার হও। কেননা তখন এমন পরিস্থিতি হবে যে, মানষি সকালে ঈমান নিয়ে বের হবে বিকালে কাফের হয়ে ফিরবে। সকালে মু’মিন থাকবে রাতে কাফের হবে। রাতে ঈমান নিয়ে ঘুমাবে সকালে কাফের হয়ে উঠবে। শাবিস্তান

captcha