IQNA

আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের বিচার স্থগিত

1:39 - March 15, 2017
সংবাদ: 2602716
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের আদালত সেদেশের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের রায় ঘোষণা তারিখ পিছিয়ে নিয়েছে। আগামী ৭ম মে রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির আদালত।
আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের বিচার স্থগিত


বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের বিভিন্ন মিডিয়ায় লিখেছে, আদালত আগামী ৭ম মে'তে শেখ ঈসা কাসেমের রায় ঘোষণা করবে।

বাহরাইনের জনপ্রিয় আলেম এবং ধর্মীয় নেতা ঈসা কাসেমের রায় গতকাল ঘোষণা করার কথা ছিল। এ উপলক্ষ দেশটির কূটনীতিক অঞ্চল সহকারে অধিকাংশ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ২০১৬ সালে এই বিশিষ্ট আলেমের নাগরিকত্ব বাতিল করার পর গতকাল নির্বাসনে পাঠানোর রায় ঘোষণা করার কথা ছিল।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালে ২০ জুলাই আয়াতুল্লাহ ঈসা কাসেম নাগরিকত্ব বাতিল করেছে। এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিগণ প্রতিবাদ করেন।

আয়াতুল্লাহ (শহীদ) মুহাম্মাদ বাকের আল-সদরের সবচেয়ে মেধাবী ছাত্র হচ্ছেন আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম।

তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সেদেশর গণপরিষদের সদস্য, ন্যাশনাল কাউন্সিলের সদস্য এবং ইসলামী পরিষদের সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

iqna


captcha