IQNA

ইমাম মাহদীর(আ.) জন্য প্রতীক্ষার গুরুত্ব

20:55 - February 18, 2017
সংবাদ: 2602562
আন্তর্জাতিক ডেস্ক: শেষ জামানার বিশ্বাসীরাই সব থেকে উত্তম জাতি, কেননা তারা তাদের নবী ও ইমামদেরকে না দেখেই সাদা ও কালোর (ইসলামী বই পুস্তক তথা কোরআন হাদিসের) উপর ঈমান আনবে এবং আমল করবে।
ইমাম মাহদীর(আ.) জন্য প্রতীক্ষার গুরুত্বইমাম মাহদীর(আ.) জন্য প্রতীক্ষার গুরুত্ব
বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, বিশ্বাসের দিক থেকেই তারাই হচ্ছে সব থেকে উত্তম, যাদের একদল শেষ জামানায় আসবে এবং নবীকে দেখে নি এবং তাদের ইমামও অন্তর্ধানে থাকবে। অথচ তারা সাদা ও কালোর (ইসলামী বই পুস্তক তথা কোরআন হাদিসের) উপর ঈমান আনবে এবং আমল করবে। (কামালুদ্দিন, ১ম খণ্ড, বাব, ২৫, হাদিস-৮)

মহানবী(সা.) আরও বলেছেন, আমার উম্মতের শ্রেষ্ঠ আমল হচ্ছে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করা। (কামালুদ্দিন, ২য় খণ্ড, বাব, ৫৫, হাদিস-৩)

তিনি আরও বলেছেন, ধৈর্যের সাথে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য প্রতীক্ষা করা হচ্ছে সব থেকে বড় ইবাদত। (বিহারুর আনওয়ার, ৫২তম খণ্ড, পৃ: ১৪৫)

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইসলাম অসহায় অবস্থায় শুরু হয়েছিল এবং আবারও অসহায় অবস্থায় ফিরে আসবে, সুতরাং অসহায়দের জন্য সুসংবাদ। (গাইবাতে নোমানি, বাব ২২, হাদিস-৪)

তিনি আরও বলেছেন: আল্লাহর নিকট ঐ সকল বান্দারা উত্তম যারা তাদের ইমাম অন্তর্ধানে থাকা সত্ত্বেও তাকে খোজে এবং তার আগমনের প্রতি আশাবাদী থাকে।(কামালুদ্দিন, ২য় খণ্ড, বাব,৩৩, হাদিস-১৬)
শাবিস্তান
captcha