IQNA

শেষ জামানায় শাসকদের সর্বনিকটবর্তী লোকেরা করা হবে!

18:54 - August 26, 2016
সংবাদ: 2601457
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, ঐ সময়ে মানুষ এবং কর্মকর্তারা এমল লোককে দেশ পরিচালনা করার দায়িত্ব দিবে যার মধ্যে সেই যোগ্যতা নেই। ঐ সময়ে মানুষের উপর বড়াই, গর্ব, দম্ভ এবং জুলুম অত্যাচার করার জন্য মানুষ ক্ষমতায় আসতে চাইবে।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: মহানাবী হযরত মুহাম্মাদ(সা.) এবং ইমামগণ শেষ জামানার রাষ্ট্র এবং শাসকদের সম্পর্কে বহু ভবিষ্যদ্বাণী করে গেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা সবাই হবে অত্যাচারী, জালিম এবং দাম্ভিক ও স্বৈরাচারী।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) শেষ জামানা সম্পর্কে সালমান ফার্সিকে বলেন: দেখবে যে সে সময়ে শাসক এবং লাষ্ট্রনায়করা কাফির ও মুশরিকদেরকে তাদের নিকটের লোক হিসাবে বেছে নিবে। আর ঈমানদার ও ভাল লোকদেরকে নিজেদের থেকে দুরে ঠেলে দিবে। দেখবে যে সে সময়ের শাসকরা সুদখোর এবং ঘূসখোর হবে। এবং দেখবে যে তখন রাষ্ট্র কেনাবেচা হচ্ছে। (বিহার আল আনোয়ার, ১৩তম খন্ড  পৃঃ ১৬৭;... রৌজায়ে কাফি পৃঃ ৩০)

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ঐ সময়ে(শেষ জামানায়) রাষ্ট্রের ভার এমন লোকের উপর চাপানো হবে যাদের কোন যোগ্যতা নেই। এবং তারা বড়াই এবং অহংকারের জন্য আর মানুষেল উপর জুলুম করার জন্য ক্ষমতার পিছনে ছুটবে। (নাওয়ায়েবুদ দুহুর, ২য় খন্ড পৃ: ৫৫)

ঐ সময়ে রাষ্ট্রনায়কদের নিকটতম লোকেরা তারাই হবে যারা আহলে বাইতের শত্রু হবে, যারা আমাদের প্রশংসা করবে এবং আমাদেরকে ভালবাসবে তাদেরকে মিথ্যাবাদী বলা হবে এবং তাদের কোন সাক্ষ্যও তারা গ্রহণ করবে না। (রৌজায়ে কাফি পৃঃ ৩০)

ঐ সময়ে শাসক থাকবে কিন্তু কেউ আমানতদার হবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু কেউ যোগ্য থাকবে না। (মাহদী মোন্তাযার পৃ: ১৩৮, ইরশাদুল কুলুব, পৃ: ৮৫)

captcha