IQNA

ওমানে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৯৩২ জনের নাম নিবন্ধন

20:29 - July 03, 2020
সংবাদ: 2611072
তেহরান (ইকনা): ওমানে ৩০তম “সুলতান ক্বাবুস” হিফজুল কুরআন প্রতিযোগিতার নারী ও পুরুষ বিভাগে অংশগ্রহণ করার জন্য এ পর্যন্ত ৯৩২ জন নাম নিবন্ধন করেছেন।

এই প্রতিযোগিতা মোট আটটি স্তরে অনুষ্ঠিত হবে। স্তরগুলো যথাক্রমে তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ সহকারে ২৪ পারা পর্যন্ত হেফজ, তাজবিদ সহকারে ১৮ পারা পর্যন্ত হেফজ, তাজবিদ সহকারে ‌১২ পারা পর্যন্ত হেফজ। এছাড়াও তাজবিদ সহকারে ‌৬ পারা পর্যন্ত হেফজ (২০০৪ সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে), তাজবিদ সহকারে ‌৪ পারা পর্যন্ত হেফজ (২০০৮ সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে), তাজবিদ সহকারে ‌২ পারা পর্যন্ত হেফজ (২০০১১ সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে)।

৩০তম “সুলতান ক্বাবুস” হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্যক্তিরা ২০২০ সালের ৬ই আগস্টের মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

উল্লেখ্য যে, গত বছর অনুষ্ঠিত ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২১৪০ জন অংশগ্রহণ করেছিলো। এই বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে। iqna

 

captcha