IQNA

দায়েশের তথ্য বিষয়ক কর্মকর্তার মাথার দাম ৩০ লাখ ডলার

18:24 - May 30, 2020
সংবাদ: 2610872
তেহরান (ইকনা): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের তথ্য ও প্রচার বিভাগের প্রধানের গোপন স্থানের প্রকাশ পুরস্কার হিসাবে ৩০ লাখ ডলার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আইএসের স্ব-ঘোষিত খেলাফতের তথ্য ও প্রচার বিভাগের প্রধান মোহাম্মদ খাজার মুসা রমজানের অবস্থান সম্পর্কে যদি কেউ তথ্য সরবরাহ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে পুরস্কার হিসাবে ৩০ লাখ ডলার প্রদান করবে।

জর্ডানে জন্মগ্রহণকারী খাজার মুসা রমজান আইএসের একজন প্রদান ও প্রবীণ সদস্য। খাজার মুসা এই চরমপন্থি গোষ্ঠী মিডিয়া বিভাগের প্রধান এবং বিশ্বজুড়ে নিজেদের সমর্থকদের জন্য সন্ত্রাসীমূলক বিভিন্ন ভিডিও প্রকাশ করার দায়িত্বে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, মোহাম্মদ খাজার মুসা রমজান বিশ্বজুড়ে লোকদের আকৃষ্ট, নিয়োগ ও সন্ত্রাসীমূলক কাজে উস্কে দেওয়া এবং এই গ্রুপের দৈনিক মিডিয়া কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য দায়েশের সহিংস প্রচারে মূল ভূমিকা পালন করেছে।

খাজার মুসার সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে: এই শীর্ষ সন্ত্রাসী প্রচুর পরিমাণ প্রচারণামূলক ভিডিও পরিকল্পনা, সমন্বয় ও প্রযোজনা করেছে। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মসমূহে নির্মম ও নৃশংস নির্যাতন এবং নিরীহ মানুষদের গণহারে হত্যার দৃশ্য তদারকি ও প্রচার করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, খাজার মুসা তার সহিংস উগ্রবাদের উপর জোর দিয়ে দায়েশকে মধ্যপন্থী দৃষ্টিভঙ্গির মধ্যমে অন্যতম করে তোলার চেষ্টা করেছে। iqna

 

 

captcha