IQNA

বাবার মাজার হামলার প্রতিক্রিয়া জানালের মুকতাদা আল-সদর

19:11 - May 29, 2020
সংবাদ: 2610868
তেহরান (ইকনা): ইরাকের সদর আন্দোলনের নেতা মুকতাদা আল-সদরের কার্যালয় ঘোষণা করেছে যে, বেশ কিছু যুবক মুকতাদা আল-সাদরের পিতা শহীদ সাইয়্যেদ মুহাম্মাদ সাদরের মাজার প্রবেশ করে মাজারের বিধিনিষেধ লঙ্ঘন করার চেষ্টা করেছে। এই কার্যালয় গুরুত্বারোপ করে বলেছে, এসকল যুবকদের এধরণের পদক্ষেপ দেশকে অন্ধ রাষ্ট্রদ্রোহের দিয়ে এগিয়ে নিয়ে যাবে।

গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মুকতাদা আল-সদরের কার্যালয় ঘোষণা করেছে, সকল মু’মিন ভাইয়েরা জানেন যে গতকাল (বুধবার) রাতে নাজাফ আশরাফ প্রদেশে একদল অনুপ্রবেশকারী এবং প্রতারিত যুবক সাইয়্যেদ মুহাম্মাদ সদরের মাজারের বিধিনিষেধ লঙ্ঘন করার চেষ্টা করেছিল।

বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি অন্ধ রাষ্ট্রদ্রোহের দিকে পরিচালিত করার কাছাকাছি ছিল। কিন্তু মুকতাদা আল-সদর তার পূর্বপুরুষদের পথ অব্যাহত রেখে এবং ধর্মীয় নীতি ও মূল্যবোধ ও নৈতিক দায়িত্বের উপর নির্ভর করে এবং ইরাক ও ইরাকিদের পক্ষে অনেক যন্ত্রণা সহ্য করে রক্তপাত ও রাষ্ট্রদ্রোহ দমন করেছেন। iqna

 

 

captcha