IQNA

ফিলিস্তিনিদের বসতবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল

0:26 - November 20, 2019
সংবাদ: 2609664
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা তাদের হামলা অব্যাহত রেখে ফিলিস্তিনিদের আরও দুটি বাড়ি ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলী সেনারা পশ্চিম তীরের “আল-খালিল” শহরের “আল-আরুব” ক্যাম্পে হামলা চালিয়ে বুলড্রেজার দিয়ে ফিলিস্তিনিদের দু’টি বসতবাড়ি ধ্বংস করেছে। বাড়ি নির্মাণের অনুমোদন ব্যতীত এসকল বাড়ি নির্মাণ করা হয়েছে, এই অজুহাত দেখিয়ে তারা এসকল বাড়ি ধ্বংস করেছে।

এসময় ফিলিস্তিনিরা বাধা দিলে তাদের লক্ষ্য করে ইসরাইলি সেনারা কদানিগ্যাস এবং গুলি বর্ষণ করে।

ফিলিস্তিনের স্বাধীনকামী সংস্থার আওতাধীন “আব্দুল্লাহ আল-হাওয়ারানি” নামক গবেষণা সেন্টার ঘোষণা করেছে: গত বছর যায়নবাদীরা পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিবাসীর ৫৩৮টি বাড়ি ধ্বংস করেছে। ফিলিস্তিনের ১৩০০ নাগরিককে বাস্তুচ্যুত করেছে। এরমধ্যে ২২৫ জন শিশু রয়েছে। ইসরাইলি সেনারা শুধুমাত্র জেরুজালেমে ৪৫ শতাংশ বাড়ি ধ্বংস করেছে।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা পশ্চিম তীর ও জেরুজালেমের “জীম/c” অঞ্চলের বাড়িসমূহ নির্মাণ অনুমোদন না থাকার অজুহাত দেখিয়ে ধ্বংস করছে।  iqna

 

 

captcha