IQNA

কেনিয়ার মুসলমানেরা রেল ষ্টেশনে নামাজখানা বৃদ্ধির আহ্বান জানিয়েছে

0:27 - November 20, 2019
সংবাদ: 2609663
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার মুসলমানেরা সেদেশের রেল ষ্টেশনে নামাজখানা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

সংবাদ সংস্থা আলে আফ্রিকার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কেনিয়ায় বিভিন্ন রেল ষ্টেশনে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট কোন স্থান নেই। আর এজন্য রেলযাত্রীদের নামাজ প্রায়ই ক্বাজা হয়। এই সমস্যা সমাধানের জন্য সেদেশের মুসলমানেরা রেল ষ্টেশনে নামাজখানা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
কেনিয়ার মুসলিম নেতাগণ এই সমস্যা সমাধানের জন্য সেদেশের রেল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
কেনিয়ার মুসলিম পরামর্শ জাতীয় সংস্থার প্রধান “জুময়া নিগাউ” গুরুত্বারোপ করে বলেছেন: রেল কর্তৃপক্ষের উচিত ষ্টেশনসমূহে যাত্রীদের নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা।
জুময়া নিগাউ বলেছেন: ইসলামি শরিয়ত অনুযায়ী, মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আমরা যখন ট্রেনে দূরপাল্লার সফর করি, গন্তব্য স্থানে পৌঁছানো না পর্যন্ত নামাজ আদায় করতে পারিনা।
রেলযাত্রী আলী কুম্বু গত সপ্তাহে রেলযাত্রার সময় নামাজ আদায় করতে পারেননি। আর এজন্য তিনি মনঃক্ষুণ্ণ হয়েছেন।
তিনি বলেছেন: আমার যদি নামাজ ক্বাজা হয় তাহলে আমি অনেক অসন্তুষ্টি হয়। গত সপ্তাহে রেলযাত্রার সময় আমার নামাজ ক্বাজা হয়েছে। আর এই সমস্যার সমাধান করা একান্তয় প্রয়োজন। রেল কর্তৃপক্ষের উচিত রেলযাত্রীদের নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা এবং সেখানে ১০ মিনিটের বিরতি দেওয়া।
রেল কর্তৃপক্ষের এক সদস্য “মার্গারাত কুইরা” এ ব্যাপারে বলেছেন: এই সদস্যা সমাধানের জন্য মুসলমানদের উচিত রেল কর্তৃপক্ষের নিকট লিখিত দরখাস্ত প্রেরণ করা।  iqna

 

captcha