IQNA

আহলে বাইতের শত্রুদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়

0:40 - November 19, 2019
সংবাদ: 2609658
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, যারা আমাদের অধিকার কেড়ে নেবে এবং আমাদের উপর জুলুম করবে তারা অত্যাচারী এবং তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কোরআনেও এ সম্পর্কে বর্ণিত হয়েছে: أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ তাদের চেয়ে বড় যালিম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? এসব লোককে তাদের পালনকর্তার সামনে উপস্থিত করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই এদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল। জেনে রাখ, যালেমদের ওপর আল্লাহর অভিসম্পাত রয়েছে।

আল্লাহর কোন নবীকে অস্বীকার করা বা নবুয়্যতের মিথ্যা দাবি করার অর্থ সৃষ্টিকর্তা আল্লাহর উপর মিথ্যারোপ করা। এই আয়াতে বলা হয়েছে, কেউ যদি যে কোন উপায়ে আল্লাহর ওপর মিথ্যারোপ করে তাহলে অবশ্যই ইহলোকে বিচারের মুখোমুখি হতে হবে। সে দিন কোন কিছু গোপন থাকবে না, গোপন করাও সম্ভব হবে না। মহান সৃষ্টিকর্তার কাছে সকল সৃষ্টির ছোট বড় সব কর্মই স্পষ্ট। এছাড়া সেদিন অনেকেই অনেকের কর্মের ব্যাপারে সাক্ষ্য দেবে।

সমাজের বুদ্ধিজীবী,লেখক এবং চিন্তাবিদদের মত প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তাদের ভ্রান্ত দিক নির্দেশনায় বহু মানুষ বিভ্রান্ত হয়ে পড়তে পারে।

ইসলামের পথ অত্যন্ত স্পষ্ট এবং সহজ। ইসলামের শক্ররাই মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে,বেদআত ও নানা কুসংস্কারের প্রচলন ঘটায় এবং ধর্মের ব্যাপারে সন্দেহের সৃষ্টি করে।

captcha