IQNA

পোল্যান্ডে রঙ্গিন স্কার্ফের প্রদর্শনী + ছবি

0:33 - November 19, 2019
সংবাদ: 2609654
আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের ভারসু শহরে রঙ্গিন স্কার্ফের প্রদর্শনী হয়েছে। সেদেশের প্রসিদ্ধ শিল্পী “আগ্নিস্কা জাক-বিলুউভা”র পক্ষ থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আগ্নিস্কা জাক-বিলুউভা এই প্রদর্শনের মাধ্যমে মুসলিম নারীদের হিজাবকে সকলের সম্মুখে তুলে ধরেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনীর ব্যাপারে বলা হয়েছে: “রুসারি বা স্কার্ফকে শুধুমাত্র কাপড় হিসেবে ব্যবহার করা উচিত নয়, এটি একটি শিল্প যা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে তুলে ধরে এবং আমাদেরকে বিভিন্ন রং ও সংস্কৃতির দিকে ধাবিত করে”।

এই প্রদর্শনীর মূল পরিকল্পনাকারী পোল্যান্ডের প্রসিদ্ধ শিল্পী আগ্নিস্কা জাক-বিলুউভা (Agnieszka Zak-Bielowa)। এই প্রদর্শনীটি মুসলিম নারীদের পোশাককে পরিচিত করানোর জন্য প্রদর্শিত হয়েছে।

উক্ত প্রদর্শনী পোল্যান্ডের ভারসু শহরের স্টালুভা গ্যালারিতে প্রদর্শন হয়েছে এবং সেখানে আগ্নিস্কা জাক-বিলুউভা’র স্কার্ফের বিভিন্ন বোর্ড নিলামে বিক্রি হয়েছে।

প্রদর্শনীটি “সুন্নত ও সংস্কৃতির দৃষ্টিতে হিজাব এবং সৌন্দর্য” শিরোনামে পাশ্চাত্যে ইসলামি সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।  iqna

পোল্যান্ডে রঙ্গিন স্কার্ফের প্রদর্শনী + ছবি

প্রদর্শনীর মূল পরিকল্পনাকারী পোল্যান্ডের প্রসিদ্ধ শিল্পী আগ্নিস্কা জাক-বিলুউভা

captcha